২১ জানুয়ারি,২০২০
রাজশাহী মহানগরীর দড়িখড়বোনা এলাকায় গত রবিবার দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) দুই ছাত্র ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন।
আহত শিক্ষার্থীরা হলেন এমবিবিএস পঞ্চম বর্ষের ছাত্র মিরু আহমেদ (২৩) এবং চতুর্থ বর্ষের ছাত্র আতিকুল ইসলাম (২৩)।
তাদের দুজনেরই বাম পায়ের হাঁটুর ওপরে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। মিরুর পায়ে ছয়টি এবং আতিকুলের পায়ে প্রায় ১২টি সেলাই লেগেছে।
এদের সঙ্গী হিসেবে আপন হোসেন (২৩) নামে পঞ্চম বর্ষের আরেক শিক্ষার্থী থাকলেও তিনি সে যাত্রায় অক্ষত অবস্থায় বেঁচে যান।
জানা গেছে, রোববার রাতে এই তিন ছাত্র রিকশায় চড়ে রামেকের হোস্টেলে ফিরছিলেন। পথে রামদা ও ছুরি নিয়ে দুই ছিনতাইকারী তাদের পথ রোধ করে। পরিস্থিতি বোঝার আগেই ছিনতাইকারীরা তাদের আঘাত করা শুরু করে এবং জোরপূর্বক মোবাইল, মানিব্যাগ সহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে রিকশাওয়ালার সহযোগিতায় তারা হাসপাতালে পৌঁছেন।
এ ব্যাপারে নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারন চন্দ্র বর্মণ মারফত জানা যায়, ছিনতাইয়ের বিষয়টি তিনি শুনেছেন। হাসপাতালে খোঁজ নেয়া হয়েছে। আহত দুই ছাত্র চিকিৎসাধীন। তারা সুস্থ হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রতিবেদক/ আব্দুল্লাহ আল মারুফ