৫ এপ্রিল ২০২০: আজ সকাল ১০ ঘটিকায় গণভবনে জাতির উদ্দেশ্যে অনলাইনভিত্তিক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোভিড-১৯ এর ফলে সৃষ্ট আসন্ন অর্থনৈতিক মন্দা রোধে সরকার কর্তৃক গৃহীত কার্যবিবরণী বর্ণনা করেন তিনি।
প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী কোভিড-১৯ এর জাতীয় ও আন্তর্জাতিক বর্তমান অবস্থা সবার সামনে তুলে ধরেন। তিনি জানান, চীনে এই সংক্রমণ শুরু হওয়ার পরই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী বাংলাদেশ ব্যবস্থা গ্রহণ করেছে, আর সেজন্যই বাংলাদেশে সংক্রমণের হার এখন পর্যন্ত কম। দেশে কোভিড-১৯ এ যে ৬ জনের মৃত্যু হয়েছে, তারা প্রায় সকলেই ছিলেন ৭০ বছরের বেশি বয়সী এবং তারা আগে থেকেই জটিল রোগে ভুগছিলেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করে প্রধানমন্ত্রী বলেন, “কোন মৃত্যুই আমাদের কাম্য নয়।”
প্রাণহানির পাশাপাশি বিশ্ব মহামারি কোভিড-১৯ বিশ্ব অর্থবাজারে ঘটিয়েছে ব্যাপক ধস। বিশ্বব্যাপী শিল্প, সেবা, কর্মসংস্থান, পরিবহন ইত্যাদি ক্ষেত্রে ধস দেখা দিয়েছে, পুঁজিবাজারে দেখা দিয়েছে মন্দা, বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ হয়ে পড়ছে কর্মহীন। এই মন্দা দীর্ঘায়িত হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই হবে পৃথিবীব্যাপী সর্ববিশাল মহামন্দা। বাংলাদেশেও এই মন্দার প্রভাব শুরু হয়েছে। গত বছরের তুলনায় দেশে আমদানি আয় ৫ শতাংশ কমেছে, জ্বালানি তেলের চাহিদা কমেছে ৫০ শতাংশ। এভাবে চলতে থাকলে সামগ্রিক রপ্তানি আয় কমে যাবে, রাজস্ব আয় কমে যাবে এবং সব মিলিয়ে বার্ষিক বাজেটে ব্যাপক হ্রাস ঘটবে।
এই অর্থনৈতিক ধস মোকাবেলায় বাংলাদেশ সরকার ৪টি কার্যক্রম গ্রহণ করেছে।
১. সরকারি ব্যয় বৃদ্ধি রোধ। সরকারি ব্যয়ে বিদেশ ভ্ৰমণ নিরুৎসাহিত করা হচ্ছে।
২. আর্থিক সহায়তা প্যাকেজ প্রদান। এর আওতায় রয়েছে শ্রমিক কর্মচারীদের কাজে বহাল রাখা, ব্যবসা চালিয়ে রাখা, ইত্যাদির সুবিধা।
৩. সামাজিক সুরক্ষা কাজের সুযোগ বৃদ্ধি। যেমন – দারিদ্র্যসীমার নিচে অবস্থানকারী ও শ্রমিক শ্রেণীর মানুষদের বিনামূল্যে খাদ্য প্রদান, ১০ টাকা কেজি দরে চাল বিক্রি, কর্মহীন বৃদ্ধ ও নারীদের ভাতা প্রদান, গৃহহীন মানুষের জন্য গৃহ তৈরি, মুদ্রা সরবরাহ বৃদ্ধি, বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখা, ইত্যাদি।
৪. স্বল্পসুদে ঋণ সুবিধা প্রদান। এর আওতায় মাননীয় প্রধানমন্ত্রী মোট ৭২,৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে
– ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা প্রতিষ্ঠানের জন্য ৩০,০০০ কোটি টাকার ঋণ, ৯% সুদ যেখানে ৪.৫% ভর্তুকি দিবে সরকার
– ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে ২০০০০ কোটি টাকার ঋণ, ৯% সুদ, যেখানে ৫% ভর্তুকি দিবে সরকার
– রপ্তানি শিল্পের সুবিধা বাড়াতে ইডিএফ তহবিলে যুক্ত হবে ১২৭৫০ কোটি টাকা, ২% সুদ
– প্ৰি শিপমেন্ট ক্রেডিট রেফারেন্স স্কিমে রপ্তানি মুখী খাতে ৫০০০ কোটির ঋণ
উক্ত প্রণোদনা প্যাকেজের ব্যবস্থাপনায় সকলকে সততার সাথে কাজ করার অনুরোধ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সঠিক নিয়মে কাজ করলে কোন সেক্টরের মানুষই বিপদে পড়বেন না। পাশাপাশি সবাইকে দেশি পণ্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির আহ্বান জানিয়েছেন তিনি। নববর্ষের অগ্রীম শুভেচ্ছা জানিয়ে ঘরে বসে নববর্ষ উদযাপন এবং মিডিয়ার মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের কথা বলেছেন তিনি। সর্বোপরি এই মহামারি রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেষ্ট হতে এবং আল্লাহর কাছে দুআ করার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদক/সামিউন ফাতীহা