১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মেডিসিন ক্লাব সারা দেশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে । কেন্দ্রীয় পরিষদের নির্দেশনায় ২৬ টি মেডিকেল কলেজে অবস্থিত মেডিসিন ক্লাবের বিভিন্ন শাখায় এসকল কার্যক্রম বাস্তবায়িত হয় । পুষ্পাঞ্জলী অর্পণ ও মিলাদ মাহফিলের পাশাপাশি বিভিন্ন সেবা মূলক কর্মসূচি পালন করা হয় । যার মধ্যে রয়েছে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও হেপাটাইটিস স্ক্রিনিং , রক্তদান , হেল্থক্যাম্প , RBS স্ক্রিনিং ।শোক দিবসকে সামনে রেখে রক্তদান কর্মসূচির আয়োজন করে মেডিসিন ক্লাবের ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিট , এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ইউনিট , ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিট , কক্সবাজার মেডিকেল কলেজ সহ বিভিন্ন ইউনিট ।
মেডিসিন ক্লাবের বিভিন্ন শাখা থেকে বিনামূল্যে ব্লাড গ্রুপিং এর আয়োজন করা হয় । এর মধ্যে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ ইউনিট , ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ইউনিট , সেন্ট্রাল মেডিকেল কলেজ ইউনিট , পটুয়াখালী মেডিকেল কলেজ ইউনিট , রংপুর মেডিকেল কলেজ ইউনিট ,শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ইউনিট ,শের-ই-বাংলা মেডিকেল কলেজ ইউনিট , মুগদা মেডিকেল কলেজ অন্যতম । জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় বিনামূল্যে ১ লক্ষ লোকের ব্লাড গ্রুপ নির্নয় কর্মসূচী পালন করে মেডিসিন ক্লাব,ময়নামতি মেডিকেল কলেজ ইউনিট। পাঁচ দিন ব্যাপি হেল্থক্যাম্প , রক্তদান সহ বিভিন্ন কর্মসূচী পালন করে । এছাড়া বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি পালন করে ইউনিট গুলো । এর মধ্যে রয়েছে এতিমদের মাঝে খাদ্য বিতরন , মসজিদে ফ্যান দান ইত্যাদি । মেডিসিন ক্লাব মূলত মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্টদের দ্বারা পরিচালিত একটি একাডেমিক ও স্বেচ্ছাসেবী সংগঠন । স্বেচ্ছায় রক্তদান , বিনামূল্যে ব্লাড গ্রুপিং , থ্যালাসেমিয়া ,হেপাটাইটিস ও বিভিন্ন রোগের স্ক্রিনিং , টিকাদান , হেল্থক্যাম্প , বিনামূল্যে ওষুধ ও শীতবস্ত্র বিতরন সহ মানবসেবা মূলক ও সচেতনতা মূলক কর্মসূচি নিয়মিত পালনের মাধ্যমে মানুষের আস্থা ও ভালবাসা অর্জন করেছে এই সংগঠনটি ।
তথ্য : বাসারাত কাওছার ফাহিম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মেডিসিন ক্লাব (২০১৭-১৮)
লেখক : নূর-ই-আফসানা
মুগদা মেডিকেল কলেজ
সেশনঃ- ২০১৫-২০১৬