প্ল্যাটফর্ম নিউজ, ১৬ অক্টোবর, ২০২০, শুক্রবার
প্রকাশিত হলো বিসিপিএস (বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান্স এণ্ড সার্জন্স) এর অধীনে জানুয়ারী, ২০২১ এফসিপিএস ও এমসিপিএস পরীক্ষা সংক্রান্ত নোটিশ। পরীক্ষা দিতে ইচ্ছুক পরীক্ষার্থীদের অনলাইনে আবেদনের প্রক্রিয়া এবং নতুন ও পুরানো কারিকুলাম অনুযায়ী পরীক্ষা ফি ও অন্যান্য নির্দেশনা প্রদান করে এই বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হয়। এফসিপিএস প্রথম পর্ব, এফসিপিএস মধ্যম পর্ব, প্রাথমিক এফসিপিএস দ্বিতীয় পর্ব, এফসিপিএস দ্বিতীয় পর্ব (চূড়ান্ত), এফসিপিএস (সাব-স্পেশালিটি) এবং এমসিপিএস পরীক্ষার্থীদের জন্য অনলাইন রেজিস্ট্রেশন আবশ্যক বলে জানানো হয়।
রেজিস্ট্রেশন করা এবং ফি প্রদানের নির্ধারিত সময় ১৫ অক্টোবর, ২০২০ থেকে ১৫ নভেম্বর, ২০২০। আবেদন বাতিলের শেষ সময় ২৯ নভেম্বর, ২০২০।
রেজিস্ট্রেশনের নিয়মাবলী নিম্নে উল্লেখ করা হলো:
১. রেজিস্ট্রেশনের ফি নিম্নে উল্লেখিত ব্যাংকগুলোর যে কোনো শাখায় জমা দিতে হবে।
ক. ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (UCBL)
এসটিডি অ্যাকাউন্ট নাম্বার-০৭৮১৩০১০০০০০০২৫৬
খ. ঢাকা ব্যাংক লিমিটেড (DBL)
এসটিডি অ্যাকাউন্ট নাম্বার- ০২০৭১৫০০০০০০০৮৮৭
উল্লেখ্য- জুলাই, ২০২০ এর যে সকল যোগ্য পরীক্ষার্থীগণ আবেদন করেছিল এবং তাদের পরীক্ষার ফি উঠিয়ে নেয়নি, জানুয়ারী, ২০২১ এর পরীক্ষার ক্ষেত্রে পূর্বের সেই পরীক্ষার ফি বৈধ থাকবে।
২. রেজিস্ট্রেশনের জন্য প্রত্যেক নতুন পরীক্ষার্থীদের নিম্নে উল্লেখিত ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করতে হবে।
৩. পুরানো পরীক্ষার্থী যারা ইতিমধ্যেই অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে, তাদের পরীক্ষার ফি এবং ব্যাংক ডিপোজিট পত্রের স্ক্যান করা পত্র জমা দিতে হবে। ব্যাংক ডিপোজিট পত্রে পরীক্ষার্থীর নাম, মোবাইল নাম্বার ও বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ থাকতে হবে।
৪. অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর কোন তথ্য পরিবর্তন করতে হলে ৫০০ টাকা পরিশোধ করে ২৭ নভেম্বর, ২০২০ এর মধ্যে তা পরিবর্তন করতে হবে।
৫. যদি কোন পরীক্ষার্থী পরীক্ষার ফি জমা দেওয়ার পরও ব্যাংকের রসিদ অনলাইন রেজিস্ট্রেশন সফ্টওয়্যারে নির্ধারিত সময়ের মধ্যে তা আপলোড করতে না পারেন, তবে নিম্নে উল্লেখিত শর্ত মেনে তা সম্পন্ন করতে হবে-
ক. কলেজের টাকা বিভাগে ১০০০ টাকা বিলম্ব জরিমানা জমা দিতে হবে।
খ. পরীক্ষার্থীকে ব্যাংকের রসিদ অনলাইন সফ্টওয়্যারে আপলোড করার জন্য তার প্রয়োজনীয় সব তথ্য ও কাগজপত্র সঙ্গে নিয়ে কলেজের পরীক্ষা বিভাগে যেতে হবে।
গ. এই সুযোগ ১৮ নভেম্বর, ২০২০ দুপুর ২টা পর্যন্ত প্রযোজ্য থাকবে।
উল্লেখ্য, এই নিয়ম কেবলমাত্র পুরানো পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য।
৬.যদি কোন পরীক্ষার্থী পরীক্ষার ফি জমা দেওয়ার পরও ব্যাংকের রসিদ অনলাইন রেজিস্ট্রেশন সফ্টওয়্যারে ১৮ নভেম্বরের মধ্যে তা আপলোড করতে না পারেন, তবে ৫০০ টাকা বিলম্ব জরিমানা কলেজে পরিশোধ করে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সঙ্গে নিয়ে কলেজের প্রশাসন বিভাগে যেতে হবে। এই সুযোগ ২৩ নভেম্বর, ২০২০ বিকেল ৪টা পর্যন্ত প্রযোজ্য।
নিজস্ব প্রতিবেদক /নুসরাত ইমরোজ হৃদিতা