প্ল্যাটফর্ম নিউজ ডেস্ক, বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
ইতিমধ্যে “The daily star” পত্রিকার ফেসবুক পেইজে অন্ত:স্বত্ত্বা এক মায়ের ছবি ভাইরাল হয়৷
ছবির ক্যাপশনে উল্লেখ ছিল:
“প্রসব বেদনা নিয়ে ২৪ বছর বয়সী ঝুমা গতকাল ভোর ৫ টা ৫০ মিনিটে রাজধানীর শহীদ মিনারের কাছে একটি ফুটপাতে স্বামী সুজনের পাশে বসে ছিলেন। দুই ঘন্টা আগে তার প্রসব বেদনা শুরু হয়েছে। গাজীপুরের এ দম্পতি কয়েকটা হাসপাতালে ভর্তি হতে চাইলেও তার কোভিড-১৯ এর সিম্পটম থাকার কারনে তাকে কয়েকটা হাসপাতাল ভর্তি নিলো না বলে অভিযোগ করেন৷ তারা যখন খুব হতাশ হয়ে অপেক্ষা করছিলেন তখন তারা একটি এম্বুলেন্স এর সাহায্যে গাজীপুরের তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি হন, এবং সেখানে তার অপারেশন হয় এবং দুটি বাচ্চার জন্ম হয়৷”
তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজের শিক্ষানবিশ ডা. শারমিন লিজা উল্লেখ করেন,
“ঝুমা (২৪) উচ্চ রক্তচাপের রোগী ছিলেন। আমাদের তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজে ঝুমার সিজার হয়েছে। আমাদের ডিপার্টমেন্টাল হেড ম্যাম উনার অপারেশন করেছেন। মা এবং দুই বাচ্চা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছেন। বর্তমানে আমাদের হাসপাতালে চিকিৎসা পরবর্তী সেবা পাচ্ছেন। “
ছবি কার্টেসীঃ আনিসুর রহমান, দি ডেইলী স্টার৷
নিজস্ব প্রতিবেদক/ শেখ লুৎফর রহমান তুষার