প্ল্যাটফর্ম নিউজ, ৫ মে ২০২০, শুক্রবার
গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) রাতে তাঁর কিডনি ডায়ালাইসিস শুরু হলেও অবস্থার অবনতি হয়। পরে আর ডায়ালাইসিস করা হয় নি। এখনও তিনি সেই অবস্থাতেই আছেন।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়েছে,
‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য সবাই দোয়া করবেন। তার শরীর ভালো না। রাতে তার শ্বাসকষ্ট ছিল। আপনাদের সবার দোয়া খুব প্রয়োজন”।
ডা. জাফরুল্লাহ বর্তমানে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি এবং অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন বলে জানা গিয়েছে। গতকাল বৃহস্পতিবার (৪ মে) ডা. জাফরুল্লাহ চৌধুরী দ্বিতীয় দফায় করোনার টেস্ট করার কথা ছিল। কিন্তু তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে টেস্ট করা হয় নি।
উল্লেখ্য, ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্ত হয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে পরীক্ষাতেই তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আরটি-পিসিআর পরীক্ষাতেও রিপোর্ট পজিটিভ আসে।