প্ল্যাটফর্ম নিউজ, ২২শে নভেম্বর, ২০২০, রবিবার
জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনকে এএসপি আনিসুল করিম শিপন হত্যা মামলায় সরকারি নিয়ম বহির্ভূতভাবে গ্রেফতারের প্রতিবাদে এবং হয়রানি মূলক মামলা প্রত্যাহারের মাধ্যমে নিঃশর্ত মুক্তির দাবিতে আজ, ২২শে নভেম্বর, রবিবার ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে মানববন্ধন ও প্রতিবাদ র্যালীর আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন রাজশাহী মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী চিকিৎসকবৃন্দ এবং ভয়েস অব ডক্টরস অব ময়মনসিংহ সংগঠনের সদস্য চিকিৎসকগণ।
উল্লেখ্য, ডা. মামুন রাজশাহী মেডিকেল কলেজের ৪২তম ব্যাচের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী। এদিকে, গতকাল ২১শে নভেম্বর, শনিবার বেলা ১১.০০ ঘটিকায় ঢাকার শের এ বাংলা নগরে, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতাল প্রাঙ্গনে অবিলম্বে ডা. মামুনের নিঃশর্ত মুক্তির দাবিতে এক চিকিৎসক সংহতি সমাবেশের আয়োজন করা হয়।