IELTS(International English Language Testing System)। ইংরেজি ভাষায় দক্ষতা নির্ণয়ের জন্যই মূলত IELTS পরীক্ষার প্রচলন করা হয় । আপনারা যারা পৃথিবীর বিভিন্ন দেশে ক্যারিয়ার গড়তে চান বা পড়াশুনা করতে যেতে চান, IELTS এর মাধ্যমে আপনি ইংরেজি ভাষার উপর দক্ষতার প্রমাণ রাখতে পারেন । বিশেষ করে PLAB বা MRCP করে ইংল্যান্ডে GMC রেজিস্ট্রেশন এর পূর্বশর্ত IELTS।
আসুন আজ IELTS পরীক্ষা সম্পর্কে জেনে নেই কিছু তথ্য-
>IELTS পরীক্ষার বিভাগ সমূহঃ
Reading – ৬০ মিনিট
Writing – ৬০ মিনিট
Listening- ৩০ মিনিট
Speaking – ১৫ মিনিট
>IELTS এর স্কোরিং সিস্টেমঃ
উপরের চারটি বিভাগের উপর ফলফলের উপর IELTS
এর স্কোরিং নির্ভর করে। ০-৯ স্কোরিং করা হয় একেকটি বিষয়ে এবং চার বিভাগের গড় স্কোরকে Band score বলা হয়।
>IELTS এর নম্বর বন্টনঃ
Reading ও Listening এর নম্বর বন্টন মোটামুটি এক। ৪০ টি প্রশ্নের উত্তর করতে হয়। ৩৩ টি উত্তর কারেক্ট করতে পারলে স্কোর আসবে ৭.৫। ৩০ টির জন্যে স্কোর ৭। speaking ও writing এর নম্বর বন্টন কিছুটা ভিন্ন হয়ে থাকে।
>PLAB এর জন্যে IELTS স্কোর কত দরকারঃ
যারা PLAB এ রেজিস্ট্রেশন করতে চান, তাদের জন্য পূর্বশর্ত IELTS। আপনাকে গড় তথা Band score 7.5 পেতে হবে কিন্তু চারটি বিভাগের কোনটিতে 7 এর কম পেলে হবে না। ( PLAB নিয়ে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটের পূর্বের পোস্ট দেখুন) ।
একই নিয়ম প্রযোজ্য MRCP( UK) পাস করে ইংল্যান্ডে কনসালটেন্ট হিসেবে আবেদনের ক্ষেত্রেও।
>IELTS দেয়ার নিয়মঃ
বাংলাদেশের বৃটিশ কাউন্সিলে এই পরীক্ষা দেয়া যায়। ঢাকা, চিটাগং, রাজশাহী, খুলনা ও সিলেট এ পরীক্ষা দেয়া যায়। IELTS পরীক্ষার জন্যে বৃটিশ কাউন্সিলে রেজিস্ট্রেশন করার পর নির্দিষ্ট তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে।
>রেজিস্ট্রেশন এর জন্যে যা যা দরকারঃ
১. পাসপোর্টঃ কমপক্ষে ৬ মাস মেয়াদ কাল বাকী আছে।
২. রেজিস্ট্রেশন ফিঃ ১৫,৮০০ টাকা।
>কতবার পরীক্ষা দিতে পারবেন?
একজন পরীক্ষার্থি কাঙ্ক্ষিত স্কোর অর্জিত না হওয়া পর্যন্ত যতবার খুশি পরীক্ষা দিতে পারবেন। বয়সের কোন বাধ্যবাধকতা নেই।
>IELTS রেজাল্ট পাবার কতদিনের মধ্যে আবেদন করতে হবে?
IELTS পরীক্ষার রেজাল্টের ভ্যালিডিটি থাকে ২ বছর, তাই স্কোর অর্জনের দুই বছরের মাঝেই আপনাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে।
আপনি যদি বিদেশে উচ্চশিক্ষার চিন্তা ভাবনা করে থাকেন, তবে IELTS এর প্রস্তুতিও সমান গুরুত্বপূর্ণ। ভাল স্কোর আপনার উচ্চশিক্ষার পথ সহজ করবে।
IELTS এর অনেক ধরনের সহায়িকা, ভিডিও টিউটোরিয়াল, স্ট্যাডি ম্যাটেরিয়াল বিনামূল্যে অনলাইনে পাওয়া যায়। আপনি সেগুলোর সাহায্য নিতে পারেন।
IELTS নিয়ে কোন প্রশ্ন থাকলে করতে পারেন প্ল্যাটফর্ম গ্রুপে। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে।
………
তথ্য সমন্বয়ঃ ফেরদৌস রহমান
Md Razib Hossain Raju
pass kmn???
স্কোর ৬.৫ তোলা খুব কঠিন কিছু না। কিন্তু ৭.৫ তোলা এবং কোনটাতেই ৭ এর কম পাওয়া যাবেনা, এটার জন্যে চাই বেশ ভাল রকম প্রস্তুতি।
coaching kothy kore? circular kokhn hoi?? mbbs student obostai ki application koraa jai???
coaching er dorkar temon pore na,although you can do crash course from british council or mentors.
you can buy cambridge ielts 6-11 for practise,also check out other sites like ieltsliz, simon ielts, ielts buddy.
for listening I suggest tedex
just google it up
Sk asad
listening খুব টাফ।ওদের উচ্চারণ বোঝা যায় না।বাকিগুলো মোটামুটি পারা যায়।
I think Listening is the easiest part of all to ace.
কি বলেন! আপনি তাহলে এক্সট্রা অর্ডিনারি।
বাংলাদেশিরা রিডিং এন্ড স্পীকিং টাতেই খারাপ। করে বেশি
reading listening duitatei 9 peyesilam.tarporo overall band 7.5. karon speaking e 7 r writing e 6.5
Tasu Tasu
Dear brother can you give some tips regarding practice