মার্চ মাসে বিএসএমএমএউ এর অধীনে ডিপ্লোমা পরীক্ষা অনুষ্ঠিত হবে। সীট সংখ্যা সীমিত তাই চান্স পাওয়ার জন্য ভালো প্রস্তুতির বিকল্প নেই
আজকের বিষয়ঃ ডিপ্লোমা ইন কারডিওলজি ( ডি. কার্ড )
ফিজিওলজি ও জেনারেল প্যাথলজি খুব ভালোভাবে পড়তে হবে। ৪০ টার বেশী প্রশ্ন এখান থেকেই আসে। এ ৪০ টার উপরই অনেকাংশে নির্ভর করবে চান্স পাওয়া আর না পাওয়া। তাই এ দুটিতে কোন গ্যাপ রাখা যাবেনা। এ অংশের প্রস্তুতির জন্য গ্যানন ও রবিনস পড়তে হবে। তবে আগে পড়া না আপনি যে স্যারের ক্লাস বা কোচিং করেছেন সেগুলো
ভালোভাবে বুঝে পড়লেও ভালো ফল পাওয়া যাবে। সাথে সাথে বিভিন্ন গাইড থেকে প্রশ্ন ও রিলেটিভ টপিক, বই বা লেকচার থেকে ভালোভাবে পড়ে
নিতে হবে।
ইমিউনোলজি খুব ভালো ধারণা থাকতে হবে। এখান থেকে ৩-৪ টি প্রশ্ন থাকবে।
ব্যাকটেরিওলজি,ভাইরোলজি,মাইকোলজি থেকে ১০-১৫ টি প্রশ্ন থাকবে। ভালো প্রস্তুতির জন্য lanze microbilogy আয়ত্তে থাকা ভালো
এ ছাড়া,মেডিসিন,সার্জারী,গাইনী,পেডিমেডিসিন,অর্থো সহ সব জায়গা থেকে কিছু প্রশ্ন থাকে,এগুলো থেকে অনেক রিপিট হয়।তাই বিভিন্ন গাইড বই থেকে বিগত বছরের প্রশ্ন সলভ
করতে হবে এবং রিলেটিভ টপিক গুলো দেখে নিতে হবে।
এনাটমি থেকে যে প্রশ্ন হবে তা পারা যাবে না বেশীরভাগ কঠিন থাকে।না পারলে মাথা ঘামিয়ে সময় নষ্ট না করে সব ট্রু বা ফলস দিয়ে আসাই বেটার।আর এর জন্য প্রস্তুতি আগে না নেয়া থাকলে খুব সময় এর পেছনে না দেয়াই ভালো। আর সব গোল্লা ভরাট করতে হবে।
“হিমু”
ডাঃ বিপ্লব ;ডি কার্ড course (MMCH)
মুহাম্মাদ তানভীর হায়দার ইমন
ডা. সজল রায়
tui ki dcard dibi?
nah!
Antara Tarafder
What’s about DCH ?
Khaled Saifullah Hossainy
f
dch???
Diploma on child health
actually wanted to know about all aspects of admission in DCH..@paromita
please tell about DA
ইন্টার্নি শেষ হওয়ার কতদিন পর ডিপ্লোমা পরীক্ষায় এটেন্ড করা যায়??
ইন্টার্নি শেষ হওয়ার কতদিন পর ডিপ্লোমা পরীক্ষায় এটেন্ড করা যায়??
f
F
F
F
ddv somporke bolun
F
Delwar Hossain
f