প্ল্যাটফর্ম নিউজ, ২৭ অক্টোবর ২০২০, মঙ্গলবার
ডা. আশরাফুল হক সহকারী অধ্যাপক, ব্লাড ট্রান্সফিউশনশেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
যেহেতু ডেঙ্গুর কারণে মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে তাই মোটামুটি নিশ্চিত সামনের দিনগুলিতে অযাচিত প্লেটলেট ট্রান্সফিউশন শুরু হবে। সিরিয়াল হেমাটোক্রিট পরিমাপ এবং ডি- হাইড্রেশন সংশোধনই ডেঙ্গুর জটিলতা রোধ করার মূল উপাদান।
দেশের প্রেক্ষাপট কি?
যারা এফেরেসিস মেশিন সরবরাহ করেন তারা মেশিন বেঁচতে পারলেই লাভ, এটাই মার্কেটিং পলিসি। তারা মেশিন দেওয়ার সময় ট্রেইনিং দেওয়ার ব্যবস্থাও করে থাকেন। সিঙ্গেল ভলিউম প্লেটলেট আর ডাবল ভলিউম প্লেটলেট কিভাবে কালেকশন করতে হয় তা শিখিয়ে দেওয়া হয়।একজন ডোনার থেকে ডাবল ভলিউম নিতে পারলে সেটা আরেকজনকে দেওয়া সম্ভব। যার ডোনার নেই বা ডোনার সংগ্রহের ইচ্ছাও কম কিনে নিতে পারলেই তো হয়। আমাদের অনেকের যারা কালেকশন করেন তারা আর ডোনারের শারীরিক অবস্থা ভাবেন না। ভেইন ভালো, সিবিসি ভালো ব্যাস নিয়ে ফেলেন। ডোনার হয়ে যায় অনেকটাই নিঃস্ব, পরে যান ঝুঁকির মাঝে। এফেরেসিস জনিত অজ্ঞতা, সাথে মুনাফা কেন্দ্রিক চিন্তাভাবনা দায়ী এগুলোর জন্য। এখন পর্যন্ত কোনও স্ট্যাডি প্রমান করতে পারেনি, প্রফাইল্যাকটিক প্লেটলেট ট্রান্সফিউশন থেরাপিউটিক ট্রান্সফিউশন এর চেয়ে ভাল।
উপরন্তু, প্রফাইল্যাকটিক প্লেটলেট ট্রান্সফিউশন এর কারণে যে প্লেটলেট ইনক্রিমেন্ট হয় তা পূর্বের অবস্থায় ৫ ঘন্টা পর ফিরে যায় বলেই গবেষণায় দেখা যায়। কাজেই থেরাপিউটিক ট্রান্সফিউশন প্রোটোকল এর দিকেই মনোযোগ থাকা উচিত।
ডোনারদের প্রতি অনুরোধ, বেসরকারি কোনও সেন্টারে এফেরেটিক প্লেটলেট দিতে গেলে তাদেরকে জিজ্ঞেস করবেন কতটুকু তারা নেওয়ার চেষ্টা করছেন। সিঙ্গেল ভলিউম প্লেটলেট কালেকশন করতে কখনই ১ ঘন্টার বেশী লাগার কথা নয়। সময় হিসাব করলেও আপনি বেঁচে যাবেন বিপদের হাত থেকে। সচেতনতাই কাম্য।