রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
গত ১৮ নভেম্বর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অভিজিত হাওলাদারের ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের হামলা করেছে শিক্ষার্থীরা। এসময় তারা প্রধান ফটক, নামফলক ও অভ্যন্তরে ভাঙচুর করে। আজ (২৪ নভেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পূর্বে মাহবুবুর রহমান কলেজ, ধনিয়া কলেজসহ আশপাশের কয়েকটি প্রতিষ্ঠানের দুই থেকে আড়াই হাজার শিক্ষার্থী হাসপাতালের সামনে জড়ো হন। এসময় তারা স্লোগান দিয়ে হাসপাতালের নামফলকসহ গেট ভাঙচুর করে ভিতরে প্রবেশ করে হামলা করে। ঘটনার সময়ই আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের থেমে থেমে ধাওয়া-পাল্টাধাওয়া চলছে।
উল্লেখ্য যে, অভিজিতের মৃত্যুর দুইদিন পর ২০ নভেম্বর ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্রদের হাসপাতাল ঘেরাও কর্মসূচির প্রেক্ষিতে হাসপাতালের পরিচালকের কক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্র প্রতিনিধি ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়। আলোচনার শেষে ছাত্রদের পক্ষ থেকে ৯ টি বিষয় অসামঞ্জস্যতা চিহ্নিত করা হয় এবং তদন্ত কমিটিতে প্রেরণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অভিজিতকে ১৬ নভেম্বর, ২০২৪ খ্রি. তারিখে সকাল ৮ টা ১৪ মি. মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। পূর্বে সকাল ৮ টা ০৬ মি. জরুরী বিভাগে আসার পর তার ডেঙ্গু রোগ নির্নয় করে প্রয়োজনীয় চিকিৎসার জন্য ভর্তি করা হয়। প্রাথমিক সকল চিকিৎসা চলাকালীন অবস্থায় রোগীর অবস্থার অবনতি হতে থাকলে রোগীর অভিভাবকের অনুমতি সাপেক্ষে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে ১৭ নভেম্বর দিবাগত রাত ১. ১৮ মি. আইসিইউ এ স্থানান্তর করা হয়।
রোগীর শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ায় রোগীর অভিভাবক দিপক মন্ডল (মামা) এর সম্মতিক্রমে ১৮ নভেম্বর সকাল ১০.৩৮ মি এ রোগীকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস যন্ত্র ব্যবহার করা হয়। প্রয়োজনীয় সকল প্রকার চিকিৎসা প্রদান এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের চেষ্টার পরও ওইদিন সন্ধ্যা ৭ টায় অভিজিত মৃত্যু বরণ করেন। তার মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যু পরবর্তী লাশ হস্তান্তরের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে রোগীর আত্মীয়কে বুঝিয়ে দেন। অবশ্য রোগীর আত্মীয়ের মৌখিক অনুরোধের প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলদেশ সরকারের সমাজ সেবা অধিদপ্তরের হাসপাতাল সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে পরবর্তীতে বিল পরিশোধ করা হবে এর প্রেক্ষিতে রোগীর সম্পূর্ণ বিল স্থগিত রাখা হয়।
প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী