ঢাকা বিশ্ববিদ্যালয় কনভোকেশন – ২০১৮

যেভাবে করবেন রেজিঃ

1. First step –

http://convocation.du.ac.bd গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে ।ফর্ম ফিল আপ এর পর একটা পার্সওয়াড দিবে যেতা পরবর্তীতে লগ ইন করতে লাগবে ।

2. Second step-
Bikash /  Sonali bank এর মাধ্যমে টাকা পে করতে হবে যেটা ফর্ম ফিল আপ এর সময় নির্বাচন করে দিতে হবে ।

#Convocation_Reg._Payment:

যদি বিকাশে পেমেন্ট করেনঃ-

Select bKash in payment option (after submitting all info in reg. form), then give the bKash number, they will send a code to that number u entered, then they will ask for password of that bKash number, give it, very soon it will be confirmed! Remember, u have to keep 3820/- at your bKash account.

Then follow

DEPARTMENT: MEDICAL SCIENCE
CGPA: PASSED

Then, print 5 papers from that page. Keep these and follow the instructions in the circular.

অথবা  Sonali bank এর মাধ্যমে করতে চাইলে :

ওই ওয়েব পেইজ
‘Sonali Sheba ‘ সিলেক্ট করতে হবে .
Then ‘Sonali payment gate way’ এর  webpage ই 3 অপশন থাকবে .

A. Sonali card
B. Sonali account
C. Sonali counter

3. ‘Sonali counter’ select করে .তারপর  Sonali bank এর যেই বাঞ্চ এ আপনি টাকা পে মেন্ট করতে চান সেই বাঞ্চ এর জেলা এবং বাঞ্চ এর নাম দিতে হবে ।তারপর  একটা  ‘voucher ‘ দেখাবে .
ভাউচার টা প্রিন্ট দিয়ে আপনি এই ভাউচার টা সহ সেই ব্যাংক টাকা জমা দিবেন ।

(U can select any branch near u but don’t select branch of TSC, Dhaka University)

3. Third step-
After completion of payment process

You have to log in into your account in ‘convocation.du.ac.bd‘ again. Then u have to download
1.Convocation এর রেজিঃ ফর্ম এবং মেইন সার্টিফিকেট এর জন্যে আবেদন ফর্ম ।
2.Payment confirmation receipt
3. Costume collection  receipt
4. Collected costume ফেরত দেবার receipt
5. Gift collection  receipt

To log in Convocation in page   
1. Examination roll no
2. Application ID
3. Password  লাগবে ।

 

*Application ID কোথায় পাবেন ?
Ans- মূল সার্টিফিকেট এর জন্যে যে ফর্ম ফিল আপ করবেন সেখানেই উপরের ডান দিকে এপ্লিকেশন আই ডি দেওয়া থাকবে । এতা ডাউনলোড করে নিতে হবে ।

** সকল কাজ শেষ হলে মুল সার্টিফিকেট এর জন্যে আবেদন ফর্ম  নিজ কলেজ প্রশাসন এর মাধ্যমে  Dhaka University exam controller office e 309 no. রুম  এ সাবমিট করতে হবে ।

#এলিজিবল_ক্যান্ডিডেটঃ

২০১৭ এবং ২০১৮ সালে MBBS পাশ করেছেন যারা।

Confusing_Facts:

১/ যারা ইতিমধ্যে ‘ডি ইউ মেইন সার্টিফিকেট’ তুলে ফেলেছেন এবং কনভোকেশন এ যেতে আগ্রহী, তারা সেটা জমা দিন।

২/ যারা ‘ডি ইউ প্রভিশনাল সারর্টিফিকেট’ তুলেছেন, এবং কনভোকেশন এ যেতে আগ্রহী, তারা কনভোকেশন এর রেজিস্ট্রেশন সম্পন্ন করে প্রিন্ট করা প্রথম কাগজটির(সমাবর্তন এর নিবন্ধন ও মূল সনদ উত্তোলনের আবেদন ফরম) সাথে এটি জমা দিতে হবে। উল্লেখ্য, এর সাথে আপনার প্রিন্সিপাল এর দ্বারা সত্যায়িত ছবি এবং ফাইনাল প্রফের এডমিট কার্ডের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। যাদের ‘এডমিট কার্ড’ হারিয়ে গেছে, তারা বিকল্প হিসেবে ‘ফাইনাল প্রফের মার্কশীটের’ সত্যায়িত ফটোকপি দিতে বলা হয়েছে। ৩/ যারা প্রভিশনাল/মেইন, কোনো সারর্টিফিকেট ই তোলেন নি, তাদের এখন আর তুলতে হবেনা কোনোটাই, জমা দেয়ার ঝামেলাও নেই।

৪/ রেজিস্ট্রেশন এর ফর্ম ফিলাপেঃ Department: Medical Science CGPA: PASSED [বি. দ্র.- সমাবর্তন এর রেজিস্ট্রেশন সম্পন্ন করার শেষ তারিখ সেপ্টেম্বরের ২ তারিখ আর কাগজপত্র জমা দেয়ার শেষ তারিখ সেপ্টেম্বরের ৬ তারিখ।

সার্বিক সহযোগিতায় ছিলঃ  Pran Ashraf 

লেখকঃ ডা. মু. আব্বাস ইবনে করিম
ইসিমেকহা, (২০১১-২০১২)

প্রজ্ঞাপনের’ ছবি সংযুক্তঃ

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

স্মার্টফোন ও চোখের সমস্যা

Tue Aug 28 , 2018
এখন ছোট বড় সবার হাতে স্মার্ট ফোন। শুধু কি ফোন, আরো আছে ট্যাব, প্যাড,ল্যাপটপ আরো কত কি। মোবাইল ফোনের ক্ষতিকর দিক বিশেষ করে ব্রেন ও কানের জন্য ক্ষতিকর দিকগুলো নিয়ে কিছুটা আলোচনা হলেও চোখের ক্ষতিকর প্রভাব নিয়ে খুব একটা কথা হচ্ছেনা। আজকাল মা বাবারা প্রায়ই আমাদের কাছে জানতে চান বিশেষ […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo