এক বছর আগে ঢাকা মেডিকেল কলেজের কে ৬৭ ব্যাচের র্যাগ ডে উপলক্ষে নির্মিত একটি নাটক আলোড়ন ফেলেছিল। নাটকটির নাম হচ্ছে গল্পটা বন্ধুত্বের। নাটকটি রচনা, প্রযোজনা এবং পরিচালনা করেছিলেন কে ৬৭ ব্যাচের নাসের সায়েম এবং রাগিব শাহরিয়ার। নাটকটির অভিনেতা এবং অভিনেত্রী ছিলেন কে ৬৭ ব্যাচের ছাত্রছাত্রীরা।
আজ কে ৬৭ ব্যাচ চূড়ান্ত পেশাগত পরীক্ষার বাঁধা পার হয়ে শিক্ষানবিশ চিকিৎসক। চষে বেড়াচ্ছেন বিশাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। এরই চিতর রয়েছে খুশির খবর। কে ৬৭ ব্যাচের এই নাটকের স্বত্ব কিনে নিয়েছে চ্যানেল আই। পবিত্র ঈদ-উল-ফিতরের দিন বেলা ১২ টা ৫ মিনিটে প্রচারিত হবে এই নাটকটি চ্যানেল আই এর পর্দায়। তবে গল্পটা বন্ধুত্বের জায়গায় এর নাম হচ্ছে বন্ধুবৃত্ত। বাংলাদেশের ইতিহাসে সম্পূর্ণ মেডিকেল শিক্ষার্থীদের দ্বারা নির্মিত এবং মেডিকেল জীবনের হাসিকান্না ভিত্তিক নাটক সম্ভবত এই প্রথম প্রচারিত হবে কোন টেলিভিশন চ্যানেলে।
আপনাদের দেখার আমন্ত্রণ রইলো। পবিত্র ঈদ-উল-ফিতরের দিন বেলা ১২ টা ৫ মিনিটে চ্যানেল আই এর পর্দায় নজর রাখুন।