রবিবার, ২২শে মার্চ, ২০২০ খ্রিস্টাব্দ
সম্প্রতি সংক্রমিত কোভিড১৯ প্রতিরোধে গত ২১শে মার্চ, ২০২০ ইং তারিখ শনিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর কার্যালয় (ওয়ার্ড নং ৫৭) এর একটি গণবিজ্ঞপ্তিতে বলা হয়
“এতদ্বারা সকল জনসাধারণের অবগতির জন্য বানানাে যাচ্ছে যে, নােভেল করােনা ভাইরাস
এর কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মােতাবেঞ্চ বন্ধ থাকিবে- রেষ্টুরেন্ট,
হােটেল, চায়ের দোকান, বেকারী, কফেকশনারী, ফুচকা-চটপটি ও ছোট বড় সকল প্রকার
খাবারের দোকান। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকিবে।
জনদ্বার্থে খোলা থাকিবে-
হাসপাতাল, ক্লিনিক,প্রাথমিক স্বাস্থ্য সেবা, ঔষুধের দোকান, ব্যাংক-এটিএম বুথ, ফলের
দোকান, মুদি দোকান, কাঁচা বাজার যেমন:- শাকসবজি, কাচা তরিতরকারী, মাছ-
মাংসের দােকান, স্টেশনারী, হার্ডওয়্যার, মােবাইল ও ফ্ল্যাক্সি লােডের দোকান এবং শুধুমাত্র
নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান-পাট স্বাভাবিক সময় পর্যন্ত খােলা থাকিবে।
বিঃ দ্রঃ যদি কেহ আইন অমান্য করে তাহলে তাহার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
নিজস্ব প্রতিবেদক
হৃদিতা রোশনী