শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
একাডেমিক শাটডাউনের পর এবার স্বয়ার ফার্মাসিউটিক্যাসল লিমিটেডকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে অবাঞ্ছিত ঘোষণার ডাক দেওয়া হয়েছে। আজ (২৮ ফেব্রুয়ারি) শিক্ষার্থীবৃন্দের এক বিশেষ বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়েছে।
ঢামেকের বর্তমান শিক্ষার্থীবৃন্দের স্বাক্ষরিত এক বিশেষ বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, “অতি উদ্বেগের সহিত লক্ষণীয় যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডিএমএফ/মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের সাথে একটি মতবিনিময় সভা ও অনুষ্ঠান আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে এডভোকেট শিশির মনির মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ডিপ্লোমা ডাক্তার বলে সম্বোধন করেন এবং তাদের সুরে সুর মিলিয়ে বেআইনি ও অনৈতিকভাবে অ্যাসিস্ট্যান্টদের ডাক্তার পদবী পাইয়ে দেবার প্রতিজ্ঞা ব্যক্ত করেন। এছাড়াও স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর কর্মকর্তারা এতে সদয় সম্মতি প্রদান করেন এবং তাদের নিয়ে ভবিষ্যতে কাজ করার আশা ব্যাক্ত করেন।
যেখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের নামের আগে ডাক্তার লিখা নিয়ে ইন্টার্ন চিকিৎসকসহ সারা দেশের চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা আন্দোলনরত, সেখানে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর এমন অনুষ্ঠান ডাক্তারদের জন্য মানহানিকর এবং কোয়াকদের পূর্নবাসনের শামিল। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এমতাবস্থায় আগামীকাল ১লা মার্চ, ২০২৫ থেকে অনির্দিষ্টকালের জন্য স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে ঢাকা মেডিকেল কলেজে অবাঞ্ছিত ঘোষণা করা হল এবং তাদের প্রতিনিধিগনকে ভিজিট করা থেকে বিরত থাকতে বলা হল। এছাড়াও দেশের চিকিৎসক সমাজকে প্রতিটি ক্ষেত্রে স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে পরিত্যাগ ও নিষিদ্ধ করার অনুরোধ করা হলো।”
উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাটস এবং ডিএমএফ এর একটি মতবিনিময় সভা ও অনুষ্ঠান আয়োজন করতে দেখা যায়, সেখানে স্বয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আয়োজকের দ্বায়িত্ব পালন করে।
প্ল্যাটফর্ম প্রতিবেদক – মো: রাহাত হাছান