মরণব্যাধি থ্যালাসেমিয়া বংশগত রক্ত স্বল্পতা জনিত একটি রোগ। দেশের মোট জনসংখ্যার প্রায় ১০ ভাগ অর্থাৎ প্রায় দেড় কোটি নারী-পুরুষ নিজের অজান্তেই থ্যালাসেমিয়া রোগের বাহক। আমাদের দেশে প্রতি বছর প্রায় ৮ থেকে ১০ হাজার শিশু থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মায় এবং সর্বমোট রোগীর সংখ্যা ৬০ হাজারের বেশি।
যদিও,থ্যালাসেমিয়ায় অনেক বেশি মানুষ আক্রান্ত হচ্ছে এবং সচরাচর দেখা যায়,
থ্যালাসেমিয়ার ব্যবস্থাপনা পদ্ধতি আশানুরুপ উন্নতি হয়নি।
বাংলাদেশে থ্যালাসেমিয়া চিকিৎসা ব্যবস্থা প্রত্যাশিত ভাবে বিকশিত হয়নি। চিকিৎসা বিশেষজ্ঞদের অভাব, হাসপাতাল এবং সীমিত অঞ্চল, জ্ঞানের সীমাবদ্ধতা থাকায় থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা প্রসার পাচ্ছে না।
তাই আগামী ১১ ই নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে, থ্যালাসেমিয়ার উপর একটি ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট ওয়ার্কশপ।ওয়ার্কশপটি পরিচালনা করবেন, থ্যালাসেমিয়া ফাউন্ডেশন বাংলাদেশ। অন্যান্য সংগঠনের সাথে সহযোগিতায় থাকবে, চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সর্ববৃহৎ ফোরাম ও সংগঠন ‘প্ল্যাটফর্ম’!
আয়োজকঃ
•বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন
•নন – কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম ডিরেক্টরেইট অফ হেলথ সার্ভিস
পৃষ্ঠপোষকঃ
•বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতাল
•ল্যাব ওয়ান ফাউন্ডেশন অফ থ্যালাসেমিয়া
•প্ল্যাটফর্ম
•আইদেশি
•মেডিসিন ল্যাব
•সন্ধানী
•ইয়োথ ক্লাব অফ বাংলাদেশ
ওয়ার্কশপের জন্য রেজিষ্ট্রেশনের শেষ সময়, ৭ ই নভেম্বর, ২০১৮। বিস্তারিতঃ www.thals.org/ওওরকশপ
ফিচার রাইটার
নেছার আহমেদ শুভ
MHSMC -(15-16)