অবশেষে দাবী আদায় করে, ভাতা বাড়িয়ে কর্মক্ষেত্রে ফিরলেন এনাম মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তাররা।
দাবী মেনে নেওয়ায় উল্লাসে ফেটে পড়েন এবং এই সুসংবাদে সারা হাসপাতালে মিষ্টি বিতরন করেন এনাম মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকগণ।
মূলত,সরকারী ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ভাতা বৃদ্ধির সূত্র ধরে এনাম মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা দীর্ঘ দিন ধরে কর্তৃপক্ষের কাছে তাদের ভাতা বৃদ্ধির দাবী জানিয়ে আসছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবি মেনে না নেওয়ায় তারা এই শান্তিপূর্ণ কর্মবিরতি শুরু করেন।
গতকাল তৃতীয় দিন (৭সেপ্টেম্বর, ২০১৬) ও কর্ম বিরতির কারনে সকাল থেকে রোগী আসলেও ইন্টার্ন ডাক্তারের অভাবে হাসপাতালে অচলাবস্থা বিরাজ করছিলো। রোগী সামলাতে হিমশিম খেতে হচ্ছিল হাসপাতাল কর্তৃপক্ষকে। এরপর তাদের দাবি মেনে নেওয়া হলে, তারা তাদের কর্মস্থলে ফিরে যান।
ইন্টার্ন ডাক্তাররা তাদের দাবী আদায়কে বিজয় বলে উল্লেখ করেন।তাদের দাবী নিজেদের মাঝে একতা থাকলে সবই সম্ভব। তারা তিনদিন ধরে যারা আন্দোলন এর সাথে ছিলেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
তথ্য ও ছবি ঃ রাকিবুল আহসান ফয়সাল, এনাম মেডিকেল কলেজ
Dabi koto silo….
N kto dibe now!?!
Go ahead
lol…. keno lol Bollam interni Seshe era er answer peye jabe