মর্যাদা রক্ষার দাবীতে বরিশালে বিশাল মানববন্ধন হয়েছে। টাউন হলের সামনে থেকে বিবিরপুকুর পাড় পর্যন্ত। সর্বস্তরের চিকিৎসক, কৃষিবিদ, প্রকৌশলী, শিক্ষকদের পাশাপাশি আমাদের বিএমএর নের্তৃবৃন্দ, শেবাচিমের পরিচালক সহ অনেক সিনিয়র প্রফেসর স্যাররাও উপস্থিত ছিলেন।
বরিশাল বিভাগীয় প্রকৃচি- বিসিএস সমন্বয় কমিটির সভাপতি শ্রদ্ধেয় ডা: ইসতিয়াক স্যারের বক্তব্যের মাধ্যমে মানববন্ধনের সমাপ্তি হয়।
সিরাজগঞ্জ : অামলাতন্ত্রের কূটকৌশলের বিরুদ্ধে মানববন্ধন (২৮/১০/২০১৫) ছবি এবং তথ্য ঃ রাজ কামাল আহমেদলাখাই উপজেলা, হবিগঞ্জ ছবি ও তথ্য ঃ মইন সাকোকুলিয়াচড় উপজেলা, কিশোরগঞ্জ ছবি ঃ মোঃ মনিরুজ্জামান কাননফেনী তথ্য ঃ এমদাদ উল্লাহ জনিকক্সবাজার ছবি ঃআতিকুর রহমানমানববন্ধন ,সাপাহার ,নওগাঁ ছবি ঃ আরাফাত মিল্লাহজাতীয় প্রেস ক্লাব ছবি ঃ শাকিল খানকিশোরগঞ্জ এ বানবন্ধন। খন্ডচিত্র ০২ আমলাতন্ত্র নিপাত যাক, পেশাজীবী মুক্তিপাক। ছবি ঃ মীর শওকত নেওয়াজ নীরবঠাকুরগাঁও ছবি ঃ রাজিউর রহমান রাজুমানব বন্ধন শাহরাস্তি, চাঁদপুর ছবি ঃ সোফায়েল হোসেনলৌহগঞ্জ উপজেলা ছবি ঃসাবিহা আফরোজছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রিয় কর্মসূচী অনুযায়ী চাদঁপুরের হাজীগঞ্জ উপজেলায় ১৬টি দপ্তরের সকল অফিসারদের অংশগ্রহনে সফল মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে অফিসারদের বক্তব্যের মাধ্যমে আমাদের ন্যায্য দাবিগুলো সর্বস্তরের জনগণ এবং সাংবাদিকদের অবহিত করা হয়। সবশেষে চিঠি ঠেলা যার কাজ, প্রশাসক হলে সর্বনাশ।। ছবি ঃদিলরুবা খানম
Please do register for the Event Dental Endo Laser Course, Hands on exam Under University of California(USA). The course will be held on 9-11 December 2015 at Krishibid Institute Bhaban(KIB), Khamarbari, Dhaka. Course Instructor: Prof. Dr. Vipul Srivastava He did his B.D.S. from C.O.D.S Manipal in 2000. He acquired his […]
Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.