শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
দ্বিতীয়বারের মতো স্থগিত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনস্থ মেডিকেল কলেজসমূহের চূড়ান্ত পেশাগত পরীক্ষার (ফাইনাল প্রফ) রেজিস্ট্রেশনের কার্যক্রম। এতে হতাশা ও অনিশ্চয়তায় ভুগছে অধীনস্থ মেডিকেল কলেজের ফাইনাল প্রফের সাপ্লিমেন্টারী পরীক্ষায় অংশগ্রহণকারীরা! এদের বেশিরভাগই ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।
জানা গেছে, চূড়ান্ত পেশাগত পরীক্ষার ফলাফল প্রকাশিত হবার পর সাপ্লিমেন্টারী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গত ২৫ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ মোস্তাক আহমেদের সাথে দেখা করলে পরীক্ষার রুটিন প্রকাশের পাশাপাশি অনলাইন রেজিস্ট্রেশনের কার্যক্রমও চালু করা হয়।
মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ মোস্তাক আহমেদ স্বাক্ষরিত রুটিন অনুযায়ী আগামী ১৩ই মার্চ থেকে চূড়ান্ত পেশাগত পরীক্ষার সাপ্লিমেন্টারী আরম্ভ হওয়ার কথা ছিল।
কিন্তু ২৬ ফেব্রুয়ারি কোন ধরনের পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই রুটিন স্থগিতের পাশাপাশি অনলাইন রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়।
পরবর্তীতে শিক্ষার্থীরা পুনরায় তার সাথে দেখা করলে পূর্বের ন্যায় রুটিন প্রকাশের পাশাপাশি অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করা হয়।
কিন্তু আবারও বন্ধ করে দেয়া হয় অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম। এতে অনিশ্চয়তার মুখে পড়ছে সাপ্লিমেন্টারী পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ কর শিক্ষার্থীদের ভবিষ্যত।
জানতে চাইলে ভুক্তভোগী এক শিক্ষার্থী জানান, “এর আগে আমাদের থার্ড প্রফ পরীক্ষার সাপ্লিমেন্টারী নেয়া হয়নি। এবারও একই কাজ করতে চাচ্ছে কর্তৃপক্ষ। পরপর দুইবার অনলাইন রেজিস্ট্রেশন করেছি, এরপর স্থগিত করেছে! আমাদের সাথে পড়ুয়া অন্যান্য মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই ডাক্তার হয়ে গেছে। আমরা এখনো আঁটকে আছি। জানি আরো কত নাটক দেখতে হবে৷ আমরা হতাশ হয়ে গেছি!”
এ বিষয়ে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে প্ল্যাটফর্ম প্রতিবেদক।
প্ল্যাটফর্ম/এমইউএএস