প্ল্যাটফর্ম নিউজ, ৬ জুন, ২০২১, রবিবার
রিসার্চ বা গবেষণা হল মানুষের বুদ্ধিবৃত্তিক অনুসন্ধান প্রক্রিয়া এবং নতুন কিছু আবিষ্কারের নেশায় সম্পাদিত কার্যাবলী। যিনি গবেষণা করেন বা গবেষণা কর্মের সাথে জড়িত, তিনি গবেষক বা গবেষণাকারী নামে পরিচিত। গবেষণার মূল উদ্দেশ্য হল বাস্তবিক কোনো সমস্যার সমাধান করা। গবেষণা একটি ধারাবাহিক কার্যপ্রক্রিয়া যা নির্দিষ্ট ধাপ অনুসরণ এর মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে। বর্তমানে নতুন নতুন সব রোগের আবির্ভাবের সাথে সাথে দিন দিন বাড়ছে মানুষের রোগাক্রান্ত হওয়ার হার। তাই সুস্থ থাকার তাগিদে বাড়ছে গবেষণার প্রয়োজনীয়তা। সাম্প্রতিক সময়ে করোনা মহামারী এই বিষয়টি যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের।
নতুন নতুন চিকিৎসা ব্যবস্থা, টিকা, ওষুধ আবিষ্কার করার লক্ষ্যে ও গবেষণায় আগ্রহী মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের এবং চিকিৎসকদের গবেষণার সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই প্ল্যাটফর্ম রিসার্চ উইং এর যাত্রা শুরু হয়। প্রাথমিক ভাবে ২০১৫ সাল থেকে এর যাত্রা শুরু হলেও ২০২০ সালের জুন মাস থেকে প্রকৃত ভাবে রিসার্চ উইং এর যাত্রা শুরু হয়। ২০২০-২১ নির্বাহী পরিষদ এর কার্যকরী উদেষ্টা হিসেবে আছেন ডা. মারুফুর রহমান অপু, ডা. জুবায়ের মুমিন, ডা. তাসনুবা নওরিন মিথিলা, ডা. ভিভেক পােদ্দার, ডা.শুভ দেবনাথ নিলয়। এছাড়া উইং কো – অর্ডিনেটর হিসেবে আছেন ডা. বেনজির জাহাঙ্গির ও ডেপুটি কো- অর্ডিনেটর হিসেবে আছেন ডা. আব্দুর রাফি।
গবেষণায় আগ্রহী যে কোনো মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থী এবং চিকিৎসক প্ল্যাটফর্ম রিসার্চ উইং থেকে একটি রিসার্চ আইডিয়া থেকে কীভাবে কাজ শুরু করতে হয়, কোথা থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে, কিভাবে সংগ্রহ করতে হবে, ডাটা কালেকশন থেকে পেপার লিখে প্রকাশ করা পর্যন্ত সব কিছু শিখতে পারবে।
প্ল্যাটফর্ম রিসার্চ উইং বিগত এক বছরে শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহী করে তােলা, বিভিন্ন তথ্য এবং শিক্ষা সরঞ্জাম দিয়ে তাদের সাহায্য করা, গবেষণা করার জন্য একদম শুরুতে যা যা জানতে হয় তা শিখানাে যাতে তারা নিজেদের রিসার্চ শুরু করতে পারে, রিসার্চের ক্যারিয়ার সম্পর্কে জানানাে, কীভাবে শুরু করতে হবে গবেষণা, কী কী প্রতিবন্ধকতা রয়েছে গবেষণায় অগ্রসর হওয়ার পথে ইত্যাদি বিভিন্ন জিজ্ঞাসার সমাধান নিয়ে এখন পর্যন্ত আয়োজন করেছে বিভিন্ন সেশন। এসকল সেশন গুলোতে মেন্টর হিসেবে ছিলেন ডা. জুবায়ের মুমিন, ডা. তাসনুবা নওরিন মিথিলা, ডা. মঞ্জুর – ই- মুরশিদ, ডা. ভিভেক পােদ্দার। এছাড়া বিগত বছরে ড্রিম টু বি রিসার্চার, সাইন্টিফিক রিসার্চার সার্চিং ইন মেডিক্যাল সাইন্স, রিসার্চারের পথ, মিথস্ এন্ড অবস্ট্যাকল ইন রিসার্চ পাথ, রােড টু আইসিডিডিআরবি এন্ড দা অবস্ট্যাকলস, ওয়ার্কশপ অন মেন্ডেলি সফটওয়্যার সহ বেশ কিছু প্রজেক্ট আয়োজন করেছে প্ল্যাটফর্ম রিসার্চ উইং।
২০২১ সালের মধ্যে প্ল্যাটফর্ম রিসার্চ উইং নিজস্ব এফিলিয়েশন পেপার পাবলিশ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এছাড়া আগামী সময়ে গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রজেক্ট শুরু করার উদ্যোগ নিয়েছে যা ভবিষ্যৎ সময়ে তাদের সক্ষমতা বাড়াতে সাহায্য করবে। বর্তমানে রিসার্চ উইং এ ১৩৪ জন এক্টিভিস্ট কাজ করে যাচ্ছে। এছাড়া আগ্রহী মেডিকেল শিক্ষার্থীরাও রিসার্চ উইং এর সদস্য হতে পারবেন। প্ল্যাটফর্ম রিসার্চ উইং এর এ সকল কার্যক্রম দেশের মেডিকেল সাইন্স সম্পর্কিত গবেষণায় একদিন অগ্রণী ভূমিকা পালন করবে, এমনটাই আশা করছেন প্ল্যাটফর্ম রিসার্চ উইং এর সদস্যরা।