প্ল্যাটফর্ম নিউজ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
না ফেরার দেশে চলে গেলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) ডা. মো. খায়রুল আলম।
আজ ভোর সাড়ে পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরন করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বৎসর।
ডা. খায়রুল আলম কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। বৈচিত্রময় কর্মজীবনে তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ, পাকুন্দিয়া এবং ভৈরবের ইউএইচএফপিও, চুয়াডাঙ্গা জেলার সিভিল সার্জন এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ছিলেন। শেষে তাকে স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) পদে পদায়ন করা হয়। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি সে পদেই কর্মরত ছিলেন।
তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।