প্ল্যাটফর্ম নিউজ, ১ মে ২০২০, শুক্রবার
গত ২৯ এপ্রিল সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট এবং সন্ধানী ক্র্যাক প্লাটুন ভলান্টিয়ারস টিম (নারায়ণগঞ্জ জেলা) এর উদ্যোগে নারায়ণগঞ্জ এর মদনপুরে চল্লিশটি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশে কোভিড-১৯ এর প্রাদুর্ভাব দেখা দেয়ার শুরু থেকেই নারায়ণগঞ্জ একটি রেড জোন হিসেবে চিহ্নিত, যেখানে সর্বশেষ তথ্যমতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯২৩ জন। দেশের প্রথম জেলা হিসেবে নারায়ণগঞ্জকে লকডাউন করা হয়েছিল গত ৮ এপ্রিল। এই দীর্ঘ সময়ের লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে জেলার শত শত মানুষ। তাদের পাশে দাঁড়ানোর সন্ধানীর এই প্রচেষ্টা তাই আশার আলো দেখিয়েছে এই অসহায় পরিবারগুলোকে।
সন্ধানীর একজন সদস্য জানিয়েছেন, দেশের এই ক্রান্তিলগ্নে সন্ধানীর এরকম কার্যক্রম সামনেও অব্যাহত থাকবে। দেশের যেকোন প্রান্তে মানবসেবায় এগিয়ে আসবে সন্ধানীর বিভিন্ন ইউনিট এবং সন্ধানী ক্র্যাক প্লাটুন ভলান্টিয়ারস টিম।
রাফায়েত হোসেন সৌরভ/নিজস্ব প্রতিবেদক