প্ল্যাটফর্ম নিউজ, ৩০শে নভেম্বর, ২০২০, রবিবার
আজ ৩০শে নভেম্বর নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস। মূলত, চিকিৎসা সেবার সাথে জড়িত সকল পেশাজীবীদের কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ করে ২০১৯ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। এ বছর ৩০শে নভেম্বর ২য় বারের মত চিকিৎসা কর্মস্থল দিবস উপলক্ষ্যে আজ সন্ধ্যা ৮টায়
প্ল্যাটফর্ম ও বাংলাদেশ টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্টের সমন্বিত উদ্যোগে আয়োজন করা হয়েছে “গন্ডির বাইরে” বিশেষ পর্ব-১৮: “নিরাপদ চিকিৎসা কর্মস্থল উপলক্ষ্যে আলোচনা সভা”।
অনুষ্ঠানটিতে আলোচক হিসেবে থাকছেনঃ
১. অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
সাবেক অধ্যক্ষ ও অধ্যাপক, মেডিকেল বায়োকেমিস্ট্রি
চট্টগ্রাম মেডিকেল কলেজ
সাবেক ডিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
সাবেক ডিরেক্টর, পরীক্ষাগার, পরিষেবা, বারডেম
২. অধ্যাপক ডা. সায়েদুর রহমান
চেয়ারম্যান ও বিভাগীয় প্রধান
ফার্মাকোলজি বিভাগ, বিএসএমএমইউ এবং
উপদেষ্টা, প্ল্যাটফর্ম মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি
৩. অধ্যাপক ডা. রাশিদা বেগম
এফসিপিএস, এমএস
প্রফেসর এবং চিফ কনসালটেন্ট
ইনফার্টিলিটি কেয়ার এবং রিসার্চ সেন্টার
৪. অধ্যাপক ডা. মনির হোসেন
পিএইচডি, এফআরসিপিসিএইচ, এফআরসিপি, এমডি, এফসিপিএস
ডিপার্টমেন্ট অফ নিওনেটাল মেডিসিন এন্ড এনআইসিউ
বাংলাদেশ ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথ, ঢাকা
শিশু হসপিটাল, বাংলাদেশ
৫. অধ্যাপক ডা. মো. রোকন উদ্দিন
সাধারণ সম্পাদক,
বাংলাদেশ মেডিকেল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট
৬. অধ্যাপক ডা. টাবলু আবদুল হানিফ
প্রফেসর এন্ড হেড, ডিপার্টমেন্ট অফ নিওনেটাল সার্জারি
ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল
নিওনেটাল এন্ড পেডিয়াট্রিক সার্জন
কনসালটেন্ট, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল
৭. ডা. আবু সালেহ
সহযোগী অধ্যাপক, নেফ্রোলজি
ন্যাশনাল ইন্সটিটিউট অফ কিডনি ডিজিজ এন্ড ইউরোলজি
কনসালটেন্ট, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল
৮. ডা. মোহিবুর হোসেন নীরব
ফাউন্ডার চেয়ারম্যান, গভর্নিং কাউন্সিল
প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি
৯. ডা. মো. সেলিম শাহেদ
রেজিস্টার, মেডিসিন
শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ
গাজীপুর, ঢাকা
১০. ডা. ফয়সাল বিন সালেহ
সভাপতি,
কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, প্ল্যাটফর্ম
এবং অনুষ্ঠানটি সঞ্চালনায় থাকছেনঃ
ডা. তাসনুবা নওরিন মিথিলা
সদস্য, প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি