২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভীর সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের মহাসচিব অধ্যাপক ফজিলা-তুন-নেসা মালিক। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী। পাশাপাশি তামাক পণ্যের ওপর কার্যকর করারোপ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইন্সটিটিউটের অধ্যাপক ড. শাফিউন নাহিন শিমুল। এছাড়াও Tobacco Industries Interference to allure youth বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রী কিডস, বাংলাদেশের এডভোকেসি ম্যানেজার মো. আতাউর রহমান মাসুদ। কর্মশালায় বরাবরের মতো সক্রিয় উপস্থিতি ছিলো প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটি এবং সন্ধানীর। কর্মশালায় অংশগ্রহণকারী তরুণ চিকিৎসকরা চারটি দলে বিভক্ত হয়ে দলগত আলোচনা করে তামাক নিয়ন্ত্রণে চারটি পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন। সেগুলো হলো—
• তামাক পণ্যে কার্যকর করারোপ করা;
• বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করা;
• তামাক কোম্পানির প্রচারণা বন্ধ করা এবং
• ই-সিগারেট/ভেপিং আইন করে নিষিদ্ধ করা।
প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটির দুইটি দল যথাক্রমে★ তামাক কোম্পানির প্রচারণা বন্ধ করা এবং ★ ই-সিগারেট/ ভ্যাপিং আইন করে নিষিদ্ধ করা -এ দুইটি বিষয় নিয়ে বিশদ আলোচনা করে। এবং সম্ভাব্য সমাধান হিসেবে বেশ কিছু প্রস্তাবনা সুপারিশ করে। প্ল্যাটফর্ম আশা রাখে, সবার সম্মিলিত প্রয়াসে তামাকমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রী কিডস, বাংলাদেশের লিড পলিসি এডভাইজার মো. মোস্তাফিজুর রহমান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ব্রিগে. জেনা. (অব.) ডা. মো. ইউনুছুর রহমান, হার্ট ফাউন্ডেশনের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির উপদেষ্টা ও অতিরিক্ত সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরীসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
প্ল্যাটফর্ম প্রতিবেদক: ঋষা নিয়োগী বৃষ্টি