শনিবার, ১৫ মার্চ, ২০২৫
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে ধূমপান বিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫ মার্চ) ‘Young Physicians Leading the Fight Against Tobacco: Safeguarding Public’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় দেশের বিভিন্ন মেডিকেল কলেজের ২০ জন তরুণ চিকিৎসক অংশগ্রহণ করেন।
কর্মশালায় তরুণ চিকিৎসকরা বলেন, “বাংলাদেশে তামাকের ব্যবহার কমাতে হলে কার্যকরভাবে তামাকপণ্যের কর ও মূল্য বৃদ্ধি করতে হবে। কিন্তু সিগারেটের চারটি মূল্যস্তর (নিম্ন, মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম) থাকায় তামাক কর ও মূল্য পদক্ষেপ সঠিকভাবে কাজ করছে না। তাই আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সিগারেটের নিম্ন ও মধ্যম স্তরকে একত্র করে প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ৯০ টাকা নির্ধারণ করা হলে শিশু-কিশোর ও তরুণরা ধূমপানে নিরুৎসাহিত হবে।”
এ সময় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির উপদেষ্টা ও ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির পরামর্শক নাইমুল আজম খান, সমন্বয়ক ডা. অরুনা সরকার, কমিউনিকেশন অফিসার আবু জাফর, ডা. ফাহমিদা হক মিতিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্ল্যাটফর্ম/এমইউএএস