শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
পঞ্চগড় জেলায় একমাত্র আধুনিক সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মোট ১৭০ টি চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ৪৪ জন চিকিৎসক।
পঞ্চগড় সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, সিভিল সার্জন অফিসে ৩জন চিকিৎসক পদায়নের কথা থাকলেও সেখানে কর্মরত রয়েছেন একজন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ৩৭ জন চিকিৎসকের মধ্যে রয়েছেন ১১ জন; পদ খালি ২৬ টি। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে ১৪ জনের বিপরীতে রয়েছেন মাত্র ৬ জন চিকিৎসক; পদ খালি আছে ০৮টি।
তেতুঁলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮ চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন শুধুমাত্র ০৬ জন চিকিৎসক; পদ খালি আছে ২২টি। বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ জনের মধ্যে রয়েছে ১২ জন চিকিৎসক। দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩২ জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছেন চারজন চিকিৎসক, চিকিৎসকের পদ খালি আছে ২৮ টি। আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ জনের মধ্যে রয়েছে চারজন চিকিৎসক থাকলেও এর মধ্যে প্রেষনে অন্যত্র কর্মরত রয়েছেন তিনজন চিকিৎসক।
অর্থাৎ বর্তমানে এ জেলায় মোট ১৭০টি চিকিৎসকের মধ্যে আছেন শুধুমাত্র ৪৪ জন চিকিৎসক। অর্থাৎ, ১২৬ জন চিকিৎসকের পদ শূন্য রয়েছে। ফলে স্বাস্থ্য সেবা থেক বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তবে সমস্যা নিরসনে বর্তমান হাসপাতালের পাশেই ২৫০ শয্যার নতুন ভবন নির্মাণ হলেও কার্যক্রম চালু হয়নি।
পঞ্চগড় গণপূর্ত বিভাগের বরাতে জানা যায়, ২০১৮ সালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ১০০ শয্যার হাসপাতালের পরিবর্তে ২৫০ শয্যার নতুন ভবনের কাজ ৫৭ কোটি ৩৮ লাখ টাকা অর্থায়নে শুরু করে গণপূর্ত বিভাগ। পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করে তিনমাস পূর্বে ভবনটি স্বাস্থ্য বিভাগকে হস্তান্তর করা করেছে।
এ বিষয়ে পঞ্চগড় সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পঞ্চগড়ে চিকিৎসক সংকট বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে চাহিদা জানানো হয়েছে। শিগগিরই এ সমস্যা দূর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী