প্ল্যাটফর্ম নিউজ, ২১ জুলাই ২০২০, মঙ্গলবার
পদত্যাগ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। আজ মঙ্গলবার (২১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ে জনপ্রশাসন সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
কোভিড-১৯ মহামারীর শুরু থেকেই স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বহীনতার জন্য সমালোচিত হয়েছিলেন অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। সম্প্রতি কোভিড-১৯ পরীক্ষা ও চিকিৎসা নিয়ে অনিয়ম ও প্রতারণার অভিযোগ ওঠা কয়েকটি প্রতিষ্ঠানের স্বাস্থ্য অধিদপ্তরের হতে অনুমোদন পাওয়ার বিষয়ে বিতর্কের মুখে পড়তে হয় তাকে। অতঃপর আজ পদত্যাগ করলেন তিনি।
উল্লেখ্য, অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হক অবসর গ্রহণ করার পর থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। মহাপরিচালক হিসেবে দায়িত্বের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আরও ২ বছরের চুক্তিভিত্তিক নিয়োগে মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।