১১ ডিসেম্বর ২০১৯
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আই সি ইউ’তে চিকিৎসাধীন অবস্থায় ডা. মারুফ হোসেন নয়ন (৩০) নামের এক তরুণ চিকিৎসকের মৃত্যু হয়েছে।
ডা:মারুফ হোসেন নয়ন শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪১ তম ব্যাচের ছাত্র ছিলেন। গত ৯ ডিসেম্বর ২০১৯ রোজ সোমবার সন্ধ্যায় শ্বাসকষ্টজনিত কারণে তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আই সি ইউ’তে ভর্তি করা হয়। ১০ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে তার অবস্থার অবনতি হলে জরুরী ভিত্তিতে তাকে ঢাকা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এম্বুলেন্সে ঢাকা যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ডা. মারুফ শ্বাসকষ্ট জনিত রোগে (এজমায়) আক্রান্ত ছিলেন। সব সময় তিনি ইনহেলার ব্যবহার করতেন। ৯ তারিখ সোমবার রাতে একিউট এট্যাক হলে তাকে প্রাইভেট একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা বেগতিক দেখে সেখান থেকে রোগীকে আই সি ইউ’তে রেফার করা হয়। মূলত ডা. নয়নের জরুরি ভিত্তিতে ভেন্টিলেশন দেওয়া দরকার ছিল। শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালের আই সি ইউ’তে ভেন্টিলেটর অকার্যকর থাকায় জরুরি ভিত্তিতে ঢাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে হয়।
উল্লেখ্য ‘শে বা চি ম’ হাসপাতালে গত চার বছর আগে পুরো দক্ষিণ বঙ্গের একমাত্র ‘আই সি ইউ’ টি চালু করা হয়। কিন্তু নিম্ন মানের মেশিনপত্র হওয়ায় কিছুদিন পর থেকেই একটার পর একটা বিকল হতে থাকে। একজন একিউট লাং ডিজিজের (ফুসফুসের একটি রোগ) রোগীকে সবরকম সাপোর্ট দেবার ব্যাবস্থা পুরো বরিশাল বিভাগে নেই।
মঙ্গলবার বাদ আসর শেরে বাংলা মেডিকেলে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় সহপাঠী ও চিকিৎসকসহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে ডা. মারুফ হোসেন নয়ন(৩০) বরিশাল ডায়াবেটিস হাসপাতালে কর্মরত ছিলেন। ভোলা শহরের মোশারফ হোসেনের একমাত্র ছেলে ডা. মারুফ হোসেন নয়ন মৃত্যুকালে পিতা-মাতা ও এক বোন রেখে যান।
প্রতিবেদন/ওয়াসিফ হোসেন