বরিশাল সহ দেশের বিভিন্ন প্রান্তে চলছে বরিশালে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির প্রতিবাদ সমাবেশ ।
আমাদের বরিশাল প্রতিনিধি ডাঃ আসিফ জানিয়েছেন, আমলাতন্ত্র নিপাত যাক, পেশাজীবী মুক্তি পাক। এই শ্লোগান নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে প্রতিবাদ সভা। এতে বরিশাল বিভাগের সর্বোস্তরের ডাক্তার, কৃষিবিদ, প্রকৌশলী, শিক্ষক সহ বিভিন্ন পেশাজীবী কর্মকর্তাগণ উপস্থিত আছেন। এতে সভাপতিত্ব করছেন বরিশাল বিএমএর সভাপতি ডা: ইসতিয়াক আহমেদ স্যার। মর্যাদা রক্ষার ছয় দফা দাবীর প্রেক্ষীতে তীব্র প্রতিবাদ ও সংগ্রামী বক্তব্য উপস্থাপন করছেন উপস্থিত পেশাজীবী প্রতিনিধিগন।
এছাড়া দেশের বিভিন্ন জায়গায় সংগঠিত সমাবেশের ছবি দেওয়া হল–
আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রকৌশলী-কৃষিবিদ-চিকিৎসক (প্রকৃচি) ও বিসিএস সমন্বয় কমিটির সঙ্গে এক বৈঠকে, সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামোতে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল রাখার ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আবুল মাল আবদুল মুহিত বলেন, এ বিষয়ে আরও আলাপ-আলোচনা করতে হবে। মন্ত্রিসভা একটা সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি তিনি একা করেন […]
Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.