প্রখ্যাত বাংলাদেশি চিকিৎসা বিজ্ঞানী প্রফেসর ডাঃ হাবিবুল এহসান।
তার গবেষনার ক্ষেত্র Molecular Epidemiology
পরিবেশের বিভিন্ন উপাদান কিভাবে আমাদের জিনগত বৈশিষ্ট্যে পরিবর্তন করে এবং সেই সাথে ক্যান্সার সহ অন্যান্য রোগ সৃষ্টিতে ভূমিকা রাখে এবং সৃষ্ট সমস্যার সমাধান কি হতে পারে এই বিষয়কে কেন্দ্র করে তার গবেষনা সম্পাদন করেন।
তাঁর কর্ম ক্ষেত্রে দক্ষতার বিষয় সমূহঃ
Longitudinal Studies, Research Design and Methods, Risk Assessment and Communication, Cancer, Arsenic Exposure,
Environmental Risk Factors, Nutrition, Gene-Environment Interactions, Genetic Susceptibility, Genetics, Global Health
NIH Funded তার বর্তমান উল্লেখযোগ্য গবেষনাগুলো হচ্ছেঃ
Genome-wide Association Study of Risk and Prognosis of Early-onset Breast Cancer
Meta-analyses of Genomewide Association Studies of Early-onset Breast Cancer Risk
Health Effects of Arsenic Longitudinal Study [HEALS]
Genetic Susceptibility to Arsenic-induced Skin Cancer
Bangladesh vitamin E and Selenium Trial [BEST]
Gene Environment Multi-phenotype Studies (GEMS)
ChicagO Multiethnic Population And Surveillance Study (COMPASS)
এম বি বি এস ডিগ্রী অর্জন করেন ১৯৮৮ সালে।
পোস্ট গ্র্যাজুয়েশন ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট এন্ড রিসার্চ থেকে সম্পন্ন করেন।
১৯৯২ সালে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিশ্ব-বিদ্যালয় থেকে এম.মেড.এস সি সম্পন্ন করেন।
তিনি মাস্টারস অব সায়েন্স ডিগ্রী লাভ করেন এপিডেমিওলোজিতে ১৯৯২ সালে।
পোস্ট ডক করেছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে।
অন্যান্য একাডেমিক কর্মকান্ডঃ
Professor, Department of Human Genetics
Professor, Section of Genetic Medicine, Department of Medicine
Professor, Biological Sciences Collegiate Division
Director, Center for Cancer Epidemiology and Prevention
Pritzer Fellow, Biological Sciences Division
Professor, Committee on Cancer Biology, Biological Science Division
Senior Fellow, Institute of Genetics and Systems Biology
দেশে আর্সেনিক দূষণ সমস্যা ও প্রফেসর হাবিবুল এহসানঃ
৭০ এর দশকের পূর্বে আমাদের এ অঞ্চলে মানুষ খাবার পানির উৎস হিসেবে টিউবয়েলের সাথে পরিচিত হয়ে ওঠেনি।
এক সময় চিন্তা ছিল মানুষকে কিভাবে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দেয়া যায়। সেই পরিকল্পনা থেকে এলো টিউবওয়েল সরবরাহের ধারণা।
পরিকল্পনা অনুযায়ী বিরাট জনসংখ্যা এই সুযোগ গ্রহন করলো। তখন ও পানিতে আর্সেনিক দূষণের খবরটা জানা হয় নি।
পশ্চিম বাংলার (ভারত) দিপঙ্কর চক্রবর্তী সর্বপ্রথম, ১৯৯৫ খ্রিস্টাব্দে, এই দুর্যোগের ব্যাপারটি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেন। তিনি ১৯৮৮ খ্রিস্টাব্দে পশ্চিম বাংলায় তাঁর গবেষণা শুরু করেন, এবং পরবর্তিতে সেগুালো প্রকাশ করেন।
২০০০ খ্রিস্টাব্দে তিনি বাংলাদেশে একটি গবেষণা পরিচালনা করেন, যেখানে তিনি পানি, আক্রান্ত মানুষের নোখ, চুল এবং প্রস্রাবের হাজারেরও বেশি নমুনা সংগ্রহ করেন। সেই গবেষণায় বেরিয়ে আসে, ৯০০ গ্রামবাসীর শরীরে সরকারি মাত্রার চেয়ে বেশি মাত্রার আর্সেনিক রয়েছে।
দেশের ৫৩ জেলায় সাড়ে ২৯ হাজার আর্সেনিক আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে।
বাংলাদেশে প্রফেসর হাবিবুল এহসানের গবেষণার একটা বড় অংশ জুড়ে আছে এই আর্সেনিক সমস্যা ।পানিতে আর্সেনিক দূষণ নিয়ে সরকারী সংস্থা গুলোর পাশাপাশি উল্লেখযোগ্য যেসব বেসরকারী সংস্থা কাজ করছে তার মধ্যে অন্যতম আ ই সি ডি আর বি, প্রফেসর হাবিবুল এহসানের গবেষণা দল ( যা এখন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান), আছে ওয়াটার এইড প্রমুখ।
চিকিৎসা বিজ্ঞানী হাবিবুল এহসান সাহেব আদি নিবাস সূত্রে আর্সেনিকোসিস সমস্যা নিয়ে জানতেন,দেখেছেন।সব সময়েই দেশের জন্য কিছু করার ইচ্ছা ছিল। দূর পরবাসে যখন মোলিকুলার এপিডেমিওলোজি নিয়ে কাজ করতে গেলেন,ক্যান্সার নিয়ে কাজ করতে গেলেন তখন পুরোনো সেই ইচ্ছা, আর সুযোগ মিলে গেল।
যেমন ভাবনা তেমন কাজ।প্রথম দিকে নিজের চেষ্টা আর অসম্ভব পরিশ্রম করে পরবাসের পাশাপাশি এ দেশে কাজ করা শুরু করেন।তিল তিল করে গড়ে তুলেছেন গবেষণা দল সেই থেকে প্রতিষ্ঠান।
প্রফেসর হাবিবুল এহসান সাহেবের কিছু উল্লেখযোগ্য গবেষণা পত্রের সন্ধানঃ
Mediation Analysis Demonstrates That Trans-eQTLs Are Often Explained by Cis-Mediation: A Genome-Wide Analysis among 1,800 South Asians. PLoS Genet 2014 Dec 4;10(12):Dec. PubMed PMID: 25474530; PubMed Central PMCID: PMC4256471.
Gene-Specific Differential DNA Methylation and Chronic Arsenic Exposure in an Epigenome-Wide Association Study of Adults in Bangladesh. Environ Health Perspect 2014 Oct 17. [Epub ahead of print] PubMed PMID: 25325195.
A Genome-wide Association Study of Early-onset Breast Cancer Identifies PFKM as a Novel Breast Cancer Gene and Supports a Common Genetic Spectrum for Breast Cancer at Any Age. Cancer Epidemiol Biomarkers Prev. 2014 Feb 3. [Epub ahead of print] PubMed PMID: 24493630.
A population-based prospective study of energy-providing nutrients in relation to all-cause cancer mortality and cancers of digestive organs mortality. Int J Cancer. 2013 May 3:0. doi: 10.1002/ijc.28250. [Epub ahead of print] PubMed PMID: 23650102.
A prospective study of tobacco smoking and mortality in Bangladesh. PLoS One. 2013;8(3):e58516. doi: 10.1371/journal.pone.0058516. Epub 2013 Mar 11. PubMed PMID: 23505526; PubMed Central PMCID: PMC3594295.
Invited commentary: use of arsenical skin lesions to predict risk of internal cancer: implications for prevention and future research. Am J Epidemiol. 2013 Feb 1;177(3):213-6. doi: 10.1093/aje/kws366. Epub 2013 Jan 7. PubMed PMID: 23299696; PubMed Central PMCID: PMC3555485.
Arsenic Exposure From Drinking Water, Arsenic Methylation Capacity, and Carotid Intima-Media Thickness in Bangladesh. Am J Epidemiol. 2013 Jun 20. [Epub ahead of print] PubMed PMID: 23788675.
Radiation therapy for breast cancer and increased risk for esophageal carcinoma. Ann Intern Med. 1998 Jan 15;128(2):114-7. PubMed PMID: 9441571.
তথ্যসূত্রঃ
http://health.uchicago.edu/People/Habibul-Ahsan
https://www.mailman.columbia.edu/people/our-faculty/ha37
http://bdnews24.com,accessed on: 02/04/2014
https://bn.wikipedia.org/wiki/বাংলাদেশে_আর্সেনিক_সমস্যা
http://www.infokosh.gov.bd/atricle/আর্সেনিক-দূষণ
http://www.urb-bd.org
লিখেছেন ঃ ডাঃ মঞ্জুর ই মুর্শিদ
professor!!!!!!!!!! etto young!!! বয়স কত উনার!!???
ছবিটা আগের মনে হয়
ছবিটা খুব আগের না। উনি প্রফেসর হয়েছেন সম্ভবত ২০০৯ এ। প্রায় ৪৫ বছর বয়সে। এখন বয়স ৫২-৫৩। আমি সবেশেষ দেখি ২০১৩ তে। নায়কের মত-ই আছেন ।
Nice to know
আমার দেখা একজন সেরা ব্যক্তি….অসাধারন মানুষ…
প্ল্যাটফর্মের পঞ্চম সংখ্যায় তার উপর লেখা এসেছে আমদের কালের নায়েকরা নামক লেখায়।