প্ল্যাটফর্ম নিউজ, সোমবার, ৮ জুন, ২০২০
ডা. মারুফ রায়হান খান,
বসুন্ধরা কোভিড হসপিটাল।
চিকিৎসকরা বলছেন বেশিরভাগ কোভিড রোগীকেই বাসায় রেখেই সুস্থ করা সম্ভব। তাহলে কখন কোভিড-১৯ আক্রান্ত রোগীকে হসপিটালে জরুরি ভিত্তিতে ভর্তি করতে হবে?
১. শ্বাসকষ্ট শুরু হলে।
২. ঠোঁট, জিহ্বা, মুখ ইত্যাদি নীলচে রঙ ধারণ করলে।
৩. পালস অক্সিমিটারে অক্সিজেন স্যাচুরেশান ৯৩% এর নিচে নেমে গেলে।
৪. জ্বর এবং কাশির অবনতি হতে থাকলে।
৫. অতিরিক্ত দূর্বলতা দেখা দিলে।
৬. অসময়ে অতিরিক্ত ঝিমুতে থাকা/ কোনভাবে জাগিয়ে রাখা যাচ্ছে না/ কিছু মনে রাখতে পারছে না/ সময়-স্থান-মানুষ চিনতে পারছে না/ অজ্ঞান হয়ে গেলে।
৭. বুকে চলমান ব্যথা/ চাপ অনুভূত হতে থাকলে।
এমন সমস্যা দেখা দিলে সাথে সাথে কী করণীয়?
- উপরিউক্ত ১-৩ নাম্বার সমস্যাগুলো দেখা দিলে রোগীকে উপুড় করে শুইয়ে দিন। বাসায় অক্সিজেন সিলিন্ডার থাকলে অক্সিজেন দিন।
- আতঙ্কিত না হয়ে দ্রুত যানবাহন/ এম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসুন।