প্ল্যাটফর্ম নিউজ, ২৭শে মে, বুধবার, ২০২০
সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সামিরুল ইসলাম।
এই সংকটময় সময়েও রোগীদের নিরন্তর সেবাপ্রদান করে যাচ্ছিলেন তিনি। আক্রান্ত হবার খবরে এই সম্মুখ যোদ্ধাকে নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিতজনরা গভীর উদ্বেগ প্রকাশ করছেন।
চিকিৎসক নেতা ডা. আ ম ম মিনহাজ বলেন,
“ডা. সামিরুল এই শহরের খুব জনপ্রিয় একজন চিকিৎসক এবং পরোপকারী মানুষ হিসেবে পরিচিত।”
এই চিকিৎসক নেতার তত্ত্বাবধানেই ডা. সামিরুলকে প্লাজমা থেরাপী প্রয়োগের উদ্যোগ নেয়া হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ট্রান্সফিউশন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. তানজিলা তাবিদের তত্ত্বাবধানে ও প্রফেসর ডা. অনিরুদ্ধ ঘোষের সার্বিক সহযোগীতায় গতকাল রাত ৮ টায় করোনা আক্রান্ত ডা. সামিরুল ইসলামকে মোট ২৫০ মিলি প্লাজমা ট্রান্সফার করা হয়। বর্তমানে তিনি একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ডোনার খুজে পাওয়ার বিষয়ে জানাতে গিয়ে ডা.আ ম ম মিনহাজ বলেন,
“সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম এর মাধ্যমে ডোনার এর খোঁজ পাওয়া গিয়েছে।”
একই সাথে তিনি ও অন্যান্য চিকিৎসকরা এই অতিরিক্ত পুলিশ কমিশনার এর প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক এর পরিবারের এক সদস্য এই প্লাজমা দান করেন। উক্ত চিকিৎসক পরিবারের ৫ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন এবং ইতোমধ্যে সেরে ওঠা একজন ডা. সামিরুলকে প্লাজমা দান করেন।
লাইবা ইসাবেলা
নিজস্ব প্রতিবেদক