প্ল্যাটফর্ম নিউজ, ৮ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার
শব্দের সঠিক বানান এবং উচ্চারণ আমাদের ব্যক্তিজীবন, কর্মজীবন এবং শিক্ষাজীবনে অতীব গুরুত্বপূর্ণ। বিশেষ করে চিকিৎসা শিক্ষায় আসার পর থেকেই আমরা নানা রকম কঠিন শব্দের বানান নিয়ে বেশ হিমশিম খাই। সঠিক বানান জানা ও মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই বিষয়টিকে মাথায় রেখে প্ল্যাটফর্ম একাডেমিক ডিভিশন এর অনন্য ও ভিন্নধর্মী আয়োজন “মেডিস্পেল”।
প্রাথমিকভাবে “মেডিস্পেল : সিজন-১” প্রথম ফেজ (১ম ও ২য় বর্ষ) এর এমবিবিএস ও বিডিএস শিক্ষার্থীদের জন্য আয়োজন করেছে।
৩০ অক্টোবর থেকে শুরু হওয়া অনুষ্ঠানটির বিভিন্ন সেগমেন্টে তুমুল প্রতিযোগিতা শেষে ফাইনালে কোয়ালিফাই করে ৪ জন।
তারা হলেন –
১. তালহা জুবায়ের খান- ঢাকা মেডিকেল কলেজ
২. আদিবা সাইফুল মাইশা- স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ
৩. দীপ্ত আকাশ বিশ্বাস- ঢাকা মেডিকেল কলেজ
৪. মো. সাকিব সাদিদ খান- নীলফামারী মেডিকেল কলেজ।
কে হবে সেরা স্পেলার? জানতে চোখ রাখুন, আজ রাত ৯ টায় Platform, Channel H1 পেইজ এবং Platform Youtube Channel এ।