প্ল্যাটফর্ম নিউজ, রবিবার, ১৯ জুলাই, ২০২০
“প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি”- চিকিৎসক এবং চিকিৎসা শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত অরাজনৈতিক, অলাভজনক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সাধারণ চিকিৎসক এবং চিকিৎসা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলার জন্যই প্ল্যাটফর্মের জন্ম।
“প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” এর উদ্যোগে গতকাল (১৮ জুলাই) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের মাঝে KN95 মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণের সময় উপস্থিত ছিলেন ইন্টার্ন কো-অর্ডিনেটর ডা. সুজিত কুমার সাহা, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের (২০২০-২১) সভাপতি ডা. তানভীর হোসেন, সাধারণ সম্পাদক ডা. সৌমিত্র আচার্যসহ অন্যান্যরা। সুরক্ষা সামগ্রী দিয়ে চিকিৎসকদের পাশে থাকার জন্য “প্ল্যাটফর্ম”কে ধন্যবাদ জানান তারা।
চিকিৎসকদের নিরাপদ কর্মস্থলের দাবীতে পথচলা শুরু হওয়া “প্ল্যাটফর্ম” আজ এই করোনা পরিস্থিতিতেও চিকিৎসকদের পাশে আছে সগৌরবে। বিভিন্ন হাসপাতালে ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী বিতরণ, চিকিৎসকদের জন্য আলাদাভাবে বাসা থেকে স্যাম্পল কালেকশনসহ আরো বিভিন্ন পদক্ষেপ নিয়েছে চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের বৃহৎ এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।