এই প্রতিপাদ্যকে সামনে রেখে চিকিৎসকদের ও মেডিকেল শিক্ষার্থীদের সংগঠন ‘প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটি’ ও ‘বাংলাদেশ মেডিকেল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট’ এর যৌথ উদ্যোগে ১-৭ এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত পালিত হচ্ছে চিকিৎসক সপ্তাহ ২০২৩।
চিকিৎসক সপ্তাহ ২০২৩ উপলক্ষে প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটির পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজিস্ট এবং গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এর অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব স্বপ্নীল, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল এর কার্ডিয়াক ভাস্কুলার বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ সাকলায়েন রাসেল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারী ও নিউরোস্পাইন বিশেষজ্ঞ ডাঃ ইসমে আজম জিকো কে শুভেচ্ছা জানানো হয়।
তারা এই কর্মকান্ডের ভূয়সী প্রসংশা করেন সাথে গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা দেন, ভবিষ্যতে এ ধরনের জনসচেতনতামুলক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকবেন বলেন।
প্রসঙ্গত, ১ – ৭ এপ্রিলের প্রেক্ষাপট: ১ এপ্রিল চিকিৎসক সমাজের প্রবাদ পুরুষ জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম এর জন্মবার্ষিকী। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশের স্বাস্থ্যসেবা উন্নয়নে তিনি অসামান্য অবদান রেখেছেন। বাংলাদেশের পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসা ব্যবস্থার স্থপতি এই কিংবদন্তি চিকিৎসক গোটা জীবন ধরে চিকিৎসা গবেষণা, শিক্ষকতা, নিয়মানুবর্তিতা ও প্রশাসনিক বিচক্ষণতায় এক নজির স্থাপন করে গেছেন। তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। তিনি দীর্ঘদিন তৎকালীন আইপিজিএমআর (বর্তমান শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) এ পরিচালকের দায়িত্ব পালন করেছেন। ১৯৬০ সালের শেষের দিকে ডা. নুরুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্রাজুয়েট মেডিসিন অনুষদ খোলা হয়। ১৯৮২ সালে ঔষধনীতি প্রণয়নের মাধ্যমে তিনি ক্ষতিকর ও অপ্রয়োজনীয় ঔষধের ব্যবহার বন্ধে কাজ করেছিলেন। চিকিৎসাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি রাষ্ট্রপতি স্বর্নপদক (১৯৬৩), স্বাধীনতা পুরস্কার (১৯৯৭), বাংলা একাডেমি পুরস্কার (২০০৩) ইত্যাদি নানা পুরস্কারে ভূষিত হয়েছেন।
আর চিকিৎসক সপ্তাহের শেষ দিন ৭ এপ্রিল হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। সারা বিশ্বজুড়ে এই দিনটি অত্যন্ত মর্যাদার সাথে পালিত হয়। এই তাৎপর্যপূর্ণ দিনটি উৎযাপনের মাধ্যমেই চিকিৎসক সপ্তাহের সমাপ্তি ঘোষণা করা হবে।
চিকিৎসক সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে এ বছর সারাদেশব্যাপী প্রায় ৩০ টি মেডিকেল কলেজে ব্যানার, পোস্টারিং ও চিকিৎসকদের শুভেচ্ছা কার্ড দেবার মাধ্যমে চিকিৎসক সপ্তাহ ২০২৩ উদযাপিত হচ্ছে।
৪ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটির লিগ্যাল অ্যাডভাইজরের দায়িত্ব পালনে সম্মত হয়েছেন। তার লিগ্যাল ফার্ম জেড আই খান অ্যান্ড এসোসিয়েটস এর মাধ্যমে এখন হতে তিনি চিকিৎসকদের সুরক্ষা নিয়ে কাজের পাশাপাশি প্ল্যাটফর্মের অভ্যন্তরীণ আইনী বিষয় দেখভাল করছেন। […]
Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.