প্ল্যাটফর্ম নিউজ, ২৩ ফেব্রুয়ারি ২০২১, রোজ মঙ্গলবার
একুশে ফেব্রুয়ারিতে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে প্ল্যাটফর্ম পরিবার কর্তৃক বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদার সাথে ভাষাসৈনিক ও শহীদদের স্মরণ করা হয়।
ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাঙালী জাতি তাদের প্রাণের ভাষা বাংলাকে আপন করে পেয়েছে। সেই ভাষাসৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি দিনটিকে অত্যন্ত মর্যাদার সাথে পালন করা হয়।
প্রতি বছর এই দিনে আব্দুল গাফফার চৌধুরী কর্তৃক রচিত ‘’আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…’’ এই গান গেয়ে ভোরে খালি পায়ে প্রভাতফেরির মাধ্যমে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাঞ্জলি প্রদানের মাধ্যমে সেই ভাষাসৈনিকদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয় যারা ভাষার জন্য নিজের জীবন উৎসর্গ করে গেছেন।
এরই ধারাবাহিকতায় এই বছর একুশে ফেব্রুয়ারিতে প্ল্যাটফর্ম পরিবার ভাষাসৈনিক ও শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে। গত ২১শে ফেব্রুয়ারি প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান ভাষাসৈনিকদের শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন-
১। ডা. রিয়াসাত হোসেন মজুমদার (অংকন)- সহ-সভাপতি, ঢাকা দক্ষিণ জোন এবং
২। তাওহীদুল এহছান তানভীর- সিনিয়র এক্টিভিস্ট, এমএইচ শমরিতা মেডিকেল কলেজ ইউনিট।