@GMC কি?
=General Medical Council ( GMC ) ব্রিটিশ মেডিকেল এডুকেশন,লাইসেন্স পরীক্ষা, ডাঃ নিয়োগ,মেম্বারশিপ এবং ফেলোশিপ বিভিন্ন পোস্ট-গ্র্যজুয়েশন ইত্যাদি পরিচালনা করে থাকে। প্রত্যেক ব্রিটিশ ডাঃ GMC রেজিস্টার্ড ডাঃ । যদি কোন FMG( Foreign Medical Graduate ) ইংল্যান্ড এ প্র্যাকটিস করে চান, অথবা সেখানেই ক্লিনিক্যাল মেডিকেল ক্যারিয়ার গড়তে চান তবে অবশ্যই সর্বপ্রথম GMC রেজিস্ট্রেশন নিতে হবে।
@GMC রেজিস্ট্রেশন পাওয়ার উপায়?
=সাধারনত ২টি উপায়ে GMC রেজিস্ট্রেশন পাওয়া যায়। যেমন
1. PLAB
2. Any membership of Royal college ( MRCP, MRCOG, MRCPsych, MRCPath, MRCGP) +Academic IELTS 7.5 ( overall)
@PLAB কি?
PLAB হল ইংল্যান্ড এর লাইসেন্সিং পরীক্ষা।আমরা প্রতিটা দেশের জন্যই আলাদা আলাদা লাইসেন্সিং পরীক্ষা দেখে থাকি যেমন,
অস্ট্রেলিয়া- AMC
ইউএসএ- USMLE
কানাডা- MCCQE
নিউজিল্যান্ড- NZrex
আয়ারল্যান্ড- PRES
দুবাই- DHA
আবু-ধাবি- HAAD
ওমান- OMSB
সৌদি আরব- SLE, ইত্যাদি ।
তেমনই ইংল্যান্ড এর লাইসেন্স এক্সাম হল PLAB.
>> PLAB এর ২টা পার্টঃ
1. পার্ট-১
2. পার্ট-২
#পার্ট-১
*বছরে সাধারনত ৪ বার অনুষ্ঠিত হয় । ( March, June, September, November)
*খরচঃ ৩১ মার্চ ২০১৫ এর আগে = ১৪৫ পাউন্ড ( ১ পাউন্ড- ১২৮ ৳ )
১ এপ্রিল ২০১৫ এর পর = ১৫৫ পাউন্ড
এক্সাম সেন্টার- সকল ব্রিটিশ কাউন্সিল সেন্টার। পরীক্ষার সময়- ৩ ঘন্টা
প্রশ্ন- ২০০ প্রশ্ন হবে এবং ধরন হয় – EMQ ( Extended Matching Questions)
SBA ( Single Best Answer)
* সিলেবাস-
*Epidemiology & Health promotion:: Genetics
Anatomy
Physiology
Pharmacology & Biochemistry
Social science & Statistics
*CLINICAL CARE: ASSESMENT Diagnosis Investigation: choice of appropriate tests Investigation: Interpretation of results
*CLINICAL CARE: MANAGEMENT acute including long-term symptom relief & end of life peri-operative
*সাধারনত জিএমসি যেসকল টেষ্ট দিয়ে থাকেঃ Blood & lymph
Muscoloskeletal
Infectious disease
Skin
Homeostatic
Endocrine
Neurological
Respiratory
Renal
Urological
Genitourinary
Cardiovascular
ENT
Eye
Digestive
Reproductive
Breast
Mental health Development problems
#পার্ট-২
* বছরে সাধারনত প্রতি মাসেই হয়ে থাকে
*খরচ- ৩১ মার্চ ২০১৫ এর আগে = ৪৩০ পাউন্ড – ১ এপ্রিল, ২০১৫ এর পর = ৪৬৫ পাউন্ড
* পরীক্ষা কেন্দ্র- শুধুমাত্র UK.
* পরীক্ষার সময়- ১ ঘন্টা ৪০ মিনিট
*প্রশ্নের ধরনঃ
14 -Station objective structured clinical exam
*তারা আপনার কমিউনিকেশন স্কিল যাচাই করবে যে আপনি কিভাবে রোগীর সাথে কথা বলেন, কিভাবে ১ টি দুঃসংবাদ দিয়ে থাকেন,রাগান্বিত পেশেন্ট এর সাথে কেমন আচরন করে থাকেন, আপনি হসপিটাল ডিসচার্জ করতে কিভাবে ইন্সট্রাকশন দিয়ে থাকেন এই খুটিনাটি ব্যাপার গুলো। এছাড়াও আপনাকে নিম্নোক্ত ব্যাপার গুলো একটু দেখে বুঝে করতে হবেঃ
Diarrhoea
Wheezing
Vaginal
bleeding
Palpitations
Abdominal pain
Headache
Weight loss
Joint pain
Difficulty in swallowing
Refering skill
@PLAB পাস করতে কতদিন সময় লেগে থাকে? =সাধারনত যারা 1st attempt এ পাস করে থাকেন তাদের ১ বছর লেগে যায় IELTS ছাড়া ।
@আপনার কি কি যোগ্যতা থাকতে হবে?
=আপনার কলেজটি অবশ্যই World Health Organisation Directory Medical Schools এর আওতাভুক্ত থাকতে হবে।
=একাডেমিক মডিউলে IELTS দিতে হবে, সবগুলো মডিউলে ওভারঅল ৭.৫ পেতে হবে এবং অবশ্যই আলাদা ভাবে কোন মডিউলে ৭ এর নিচে পাওয়া যাবেনা। GMC ল্যাঙ্গুয়েজ টা খুব গুরুত্ব দিয়ে থাকে।
=যেকোনো টীচিং হাসপাতালে ১২ মাসের পোস্ট-গ্র্যাজুয়েশন ক্লিনিক্যাল অভিজ্ঞতা থাকতে হবে।
@আমি পাশ না করলে কতবার এই পরীক্ষা দিতে পারবো?
= পার্ট-১ আপনি যতবার খুশী দিতে পারবেন। কিন্তু পার্ট-২ , ৪ বার দিতে পারবেন। এই ৪ বার এ পাস করতে না পারলে আবারো পার্ট-১ দিতে পারবেন।
@পরীক্ষার্থী কখন রেজাল্ট পেয়ে থাকেন?
= পার্ট-১ এর রেজাল্ট সাধারনত ৪ সপ্তাহ পরে দিয়ে থাকে
=পার্ট-২ সাধারনত ৮ সপ্তাহ পর দিয়ে থাকে
@GMC Website: www.gmc-uk.org/
Never lose your FANCY. Keep faith on yourself.Good Luck!
…
তথ্য সমন্বয়ঃ
জাহিদ হাসান
Thnx
SK Asad
Fatema Keya plab!!
Mirza Minhajul Islam Hridoy
thanks ..
Md Moshahid Rahed
Israt Zahan Naima
thnx
Can I apply for plab part 1 during interneeship ???
How can I apply for it???