গত ১০ আগস্ট,২০১৯ খ্রিঃ রোজ শনিবার প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি, রংপুর জোন কর্তৃক
“বন্যা কবলিত প্রত্যন্ত এলাকায় ত্রাণ বিতরণ এবং বন্যা পরবর্তী স্বাস্থ্যসেবা ও ঔষধ সরবরাহ,রক্তচাপ পরীক্ষা এবং ডেঙ্গু সচেতনতা বিষয়ক ফ্রি হেলথ্ ক্যাম্পেইন” এর আয়োজন করা হয়।
উক্ত হেলথ্ ক্যাম্পেইনে প্ল্যাটফর্ম রংপুর জোনের পক্ষ থেকে রংপুর মেডিকেল কলেজ,রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও প্রাইম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়াও অতিথি সদস্য হিসেবে গ্রীনলাইফ মেডিকেল কলেজ থেকে একজন শিক্ষার্থীও অংশগ্রহণ করেন।
ক্যাম্পেইনটি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের প্রত্যন্ত সমিতিরপাড়া গ্রামে আয়োজিত হয়।
প্রোগ্রামটি সকাল ৯ ঘটিকায় শুরু হওয়ার কথা থাকলেও সকল সরঞ্জামাদি নিয়ে গাড়িতে ওঠা,ত্রাণ পিকআপে নেওয়া এবং পথে হঠাৎ হঠাৎ বৃষ্টির সম্মুখীন হওয়ার কারণে টিম প্ল্যাটফর্ম-এর সেখানে পৌছাতে প্রায় ১০.৩০ ঘটিকা বেজে যায়।
তারপর বেলা ১১.০০ ঘটিকা থেকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাড়ির আঙ্গিনায় ডা. নিহার রঞ্জন সরকার স্নেহাশিস-এর উপস্থিতিতে শরীফুল ইসলাম বাধন-এর নেতৃত্বে ৯ সদস্যের টিম প্ল্যাটফর্ম এবং স্থানীয় স্বেচ্ছাসেবীদের তত্বাবধানে ১০০টি বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়।
সেখানে প্রতি প্যাকেটে ত্রাণ হিসেবে ছিল চাল,ডাল,আটা,তেল,চিনি,স্যালাইন এবং পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট।
উক্ত ত্রাণ বিষয়ক কার্যক্রমে টিম প্ল্যাটফর্মকে যৌথভাবে সহযোগিতা করেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া রংপুরের পীরগাছা উপজেলার কিছু কৃতি শিক্ষার্থী এবং তাদের ভলান্টিয়ার দল।
তারপর দুপুর ১২.৩০ ঘটিকা থেকে টিম প্ল্যাটফর্মের সম্পূর্ণ একক তত্ত্বাবধানে পরবর্তী কার্যক্রম
“বন্যা পরবর্তী চিকিংসা ও ঔষধ সরবরাহ এবং রক্তচাপ পরীক্ষা” হেলথ্ ক্যাম্পেইন শুরু হয়; যা দুপুর ১২.৩০ ঘটিকা থেকে একটানা বিকেল ০৪.৪৫ ঘটিকা পর্যন্ত চলে।
যেখানে টিম প্ল্যাটফর্ম কর্তৃক অসংখ্য রোগীর স্বাস্থ্য পরীক্ষা এবং ডা. নিহার রঞ্জন সরকার স্নেহাশিস-এর প্রেসক্রিপশন অনুযায়ী পরামর্শ প্রদান করা হয়। সেই সাথে প্রয়োজনীয় ঔষধও সরবরাহ করা হয়।
উক্ত কার্যক্রম শেষে বন্যা পরবর্তী রোগের সচেতনতা ও ডেঙ্গু সচেতনতা বিষয়ে স্থানীয়দের মাঝে পরামর্শ প্রদান করা হয়। পরিশেষে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে বিকেল ৫ ঘটিকায় উক্ত কার্যক্রমের সফল সমাপ্তি ঘটে।
এখানে উল্লেখ্য যে, উক্ত কার্যক্রমে স্থানীয় সম্মানিত ইউ.পি. মেম্বার ও প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষকসহ আরো অন্যান্য ব্যাক্তিবর্গও উপস্থিত ছিলেন।
ছবিঃ