প্ল্যাটফর্ম নিউজ, ২১ ডিসেম্বর ২০২০, সোমবার
আজ ২১ ডিসেম্বর প্ল্যাটফর্ম রাজশাহী জোন কর্তৃক কুষ্টিয়ায় কোভিড-১৯ মহামারীর ২য় ঢেউ মোকাবেলায় ‘মাস্ক পরো বাংলাদেশ’ ক্যাম্পেইন পালন করা হয়।
বাংলাদেশসহ গোটা বিশ্ব কোভিড-১৯ মহামারীর এক কঠিন সময় পার করছে। ইতিমধ্যে ভাইরাসটির ২য় ঢেউ শুরু হয়ে গেছে। তবুও সাধারণ মানুষজনের মধ্যে সচেতনতার ছিঁটেফোঁটাও নেই। কারো মুখেই মাস্ক নেই বললেই চলে। এটি কত ভয়াবহ হতে পারে তা নিয়ে কারোরই বিন্দুমাত্র ধারণা নেই। এমতাবস্থায় মানুষজনের মাঝে সচেতনতা ফিরিয়ে আনতে প্ল্যাটফর্ম রাজশাহী জোন কর্তৃক কুষ্টিয়ায় একটি ক্যাম্পেইন আয়োজন করা হয় “মাস্ক পরো বাংলাদেশ”। যার মুখ্য উদ্দেশ্য হচ্ছে জনমনে সচেতনতা তৈরি করা।
আজ কুষ্টিয়ার বড়বাজার রেলগেট ও বড়বাজার এনএস রোড সংলগ্ন এলাকায় জনসচেনতা সৃষ্টির লক্ষ্যে এই ক্যাম্পেইন করা হয়। এতে প্ল্যাটফর্ম রাজশাহী জোনের এক্টিভিস্টদের একাংশ উপস্থিত থাকেন।
উপস্থিত সদস্যদের মধ্যে ছিলেন-
১। ডা. সাকিব মাহমুদ (সাধারণ সম্পাদক, প্ল্যাটফর্ম রাজশাহী জোন)
২। মো. রাকিবুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক, প্ল্যাটফর্ম রাজশাহী জোন)
৩। নিরুপমা নিপু (জনস্বাস্থ্য, গবেষণা ও সমাজসেবা সম্পাদক, প্ল্যাটফর্ম রাজশাহী জোন)
৪। অভিজিৎ বাগচী (সহকারী জনস্বাস্থ্য, গবেষণা ও সমাজসেবা সম্পাদক, প্ল্যাটফর্ম রাজশাহী জোন)
৫। সারোয়ার সজল (সদস্য, প্ল্যাটফর্ম রাজশাহী জোন)
৬। মাহমুদুল হাসান (সদস্য, প্ল্যাটফর্ম রাজশাহী জোন)
তারা সবাই নগরীর বিভিন্ন স্থানে মাস্কবিহীন মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন এবং তাদেরকে মাস্ক পরা সম্পর্কে সচেতন করেন। কোভিড-১৯ মহামারীর এই কঠিন সময়ে প্ল্যাটফর্ম রাজশাহী জোনের এই কর্মসূচী প্রশংসার দাবী রাখে।