শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল এর ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগ ফেলোশিপ ট্রেনিং (এফসিপিএস) কোর্সের জন্য স্বীকৃতিপ্রাপ্ত হওয়ায় গতকাল শনিবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট প্রধান ডা. হুমায়ুন কবীর বুলবুল, ওএমএস বিভাগীয় প্রধান ডা. শহীদুর রহমান লিমন সহ হাসপাতালের শিক্ষক, ডাক্তার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা সবাই প্রখ্যাত ম্যাক্সিলোফেসিয়াল সার্জন প্রয়াত ডা. বদিউল আলমের অবদানের কথা স্মরণ করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি এর মহাসচিব ডা. হুমায়ুন কবীর বুলবুল বলেন, “দন্ত্য স্বাস্থ্য সেবা বাংলাদেশের তৃণমূল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার বিনির্মাণে দেশের প্রতিটি স্যাটেলাইট ক্লিনিক তথা কমিউনিটি ক্লিনিকে একজন ডেন্টাল সার্জন নিয়োগ অপরিহার্য।”
উল্লেখ্য, ২০১৫ সালের ২৯ নভেম্বর বিসিপিএস বরাবর আবেদনের পরিপ্রেক্ষিতে, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ওএমএস ডিপার্টেমেন্ট বাংলাদেশের তৃতীয় ইনস্টিটিউশন হিসেবে ফেলোশীপ ট্রেনিং এর জন্য অনুমোদিত হয়।
তথ্য ঃ ডা. সানাউল্লাহ মোল্লা। বিডিএস-১ম ব্যাচ,শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিট।