১২ জানুয়ারি ২০২০: সুবিধা বঞ্চিত মা ও শিশুদের সোয়েটার ও বই উপহার দিয়েছে রাজশাহী মেডিকেল কলেজের সুহৃদরা। হত দরিদ্র পরিবারের সন্তানদের নিয়ে এসো পড়তে শিখি স্কুলের ৫৭ জন শিশুকে সোয়েটার ও ৭ জন মাকে দ্বিতীয় ও চতুর্থ শ্রেণীর বই প্রদান করেছেন তারা।
শনিবার ১১ জানুয়ারি বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামের সামনে এই শীতবস্ত্র ও বই বিতরন করা হয়।
এসময় রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী, বিএমএ’র কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, স্বাচিপের রাজশাহী মেডিকেল কলেজের সভাপতি ডা. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খান বাদশা, জেলা সভাপতি ডা. চিন্ময় কান্তি দাস, রাজশাহী মেডিকেল কলেজের লিভার রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হারুন অর রশীদ, সহকারী অধ্যাপক ডা. ওবায়দুল্লাহ ইবনে আলী বাচ্চু, বিশিষ্ট আবৃত্তি ডা. জয়দেব ভাদুরী, প্রফেসর ডা. শাহ আলম, নিউরো মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. পিযুষ, শিশু বিভাগের ডা. সাতি, সমকালের রাজশাহী ব্যুরো প্রধান ও রামেক সুহৃদ সমাবেশের উপদেষ্টা সৌরভ হাবিব, রামেক সুহৃদ সমাবেশের উপদেষ্টা বিথী তাহমিনা, ডা. লুৎফর রহমান, ডা. রুহিন এমদাদ, ডা. ইকবাল হাসান, ডা. রায়হান কবীর হিমেল, ডা. আকিব হাসান অভি, ডা. নুরুন্নবী আরাফাত, রামেক সুহৃদ সমাবেশের সভাপতি নিশাত তাসনীম মৌ, সাধারণ সম্পাদক মোতাকাব্বির শাহ দীপ্ত উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এসো পড়তে শিখি স্কুলের শিক্ষার্থী স্বর্ণা, আলিফ, আলামিন অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন। এসময় তারা সুবিধা বঞ্চিত শিশুদের এগিয়ে নিয়ে সমাজের সকলের প্রতি আহবান জানান।
নিজস্ব প্রতিবেদক/রাফায়েত হোসেন সৌরভ