সোমবার, ২৩শে মার্চ, ২০২০ খ্রিস্টাব্দ
কোভিড১৯ সংক্রমণ প্রতিরোধে আজ ২৩শে মার্চ, ২০২০ ইং তারিখ সোমবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়, বগুড়া হতে গণবিজ্ঞপ্তির মাধ্যমে সকল ধরনের গণজমায়েত এর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়-
“এতদ্বারা বগুড়া জেলার সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, করােনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরােধের লক্ষ্যে এবং জেলার সকল মানুষের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে শুধুমাত্র সরকারি কর্মকাণ্ড পরিচালনা করা ও করােনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে দাপ্তরিক কর্মকান্ড ব্যতীত বগুড়া জেলায় সকল ধরনের
সমাবেশ, সেমিনার, সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ড যেমন; মেলা, যাত্রা, সার্কাস, গানের আসর, বহু লােকের
উপস্থিতিতে বৈবাহিক অনুষ্ঠান এবং
চা স্টল/দোকান, হােটেল রেস্তোরাঁয় আড্ডা, কমিউনিটি সেন্টার, পিকনিক স্পট, বিনােদন পার্ক, কোচিং সেন্টার, ক্লাবসমূহের গণজমায়েত/ক্লাব ভিত্তিক বিভিন্ন টুর্নামেন্ট, ধর্মীয় অনুষ্ঠান যেমন; ওয়াজ/ওরশ মাহফিল, নামযজ্ঞ, কীর্তনসহ সকল প্রকার গণজমায়েত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত
বন্ধ রাখার জন্য বলা হল।”
নিজস্ব প্রতিবেদক
হৃদিতা রোশনী