স্বাস্থ্য অধিদপ্তরের সেন্টার ফর মেডিকেল বায়োটেকনোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্য ভিত্তিক লাইফ সায়েন্স প্রতিষ্ঠান বিবিইউকে এর মাঝে একটি ত্রিপাক্ষিক সমঝোতা চুক্তি সাক্ষরিত হলো আজ বিএসএমএমইউ ভাইস চ্যান্সেলর স্যারের রুমে। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে স্বাক্ষর করেন এমআইএস শাখার পরিচালক ও লাইন ডাইরেক্টর ডা: Ashish Kumar Saha স্যার। বিএসএমএমইউ এর পক্ষে সাক্ষর করেন প্রতিষ্ঠানটির ভিসি অধ্যাপক ডা: কনক কান্তি বড়ুয়া এবং বিবিইউকে এর পক্ষে সাক্ষর করেন প্রতিষ্ঠানটির অপারেশনস ডিরেক্টর Athina Bogdani Das। এছাড়াও উপস্থিত ছিলেন বিএসএমএমইউ প্রো-ভিসি অধ্যাপক ডা: শাহানা আখতার রহমান এবং বেসিক ও প্যারা-ক্লিনিক্যাল সায়েন্স এর ডিন অধ্যাপক ডা: Iqbal Arslan স্যার।
সমঝোতা চুক্তি অনুসারে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন জনস্বাস্থ্য ভবনের ৩য় তলায় সেন্টার ফর মেডিকেল বায়োটেকনোলজি ল্যাবরেটরিকে “বঙ্গবন্ধু মলিকুলার ডায়াগনস্টিক ও রিসার্চ ল্যাব” হিসেবে গড়ে তোলা হবে যেখানে রোগীদের বিনামূল্যে/স্বল্পমূল্যে পিসিআর ভিত্তিক রোগ নির্ণয়ের (হেপাটাইটিস বি, সি, এইচিপিভি, চিকুনগুনিয়া সহ জটিল রোগের সর্বাধুনিক ও নির্ভুল পদ্ধতি) সুবিধা দেয়া হবে যা এদেশে বেসরকারি প্রতিষ্ঠানে ৫০০০-১৫০০০ টাকায় করা হয়। এছাড়াও ডিএনএ সিকয়েন্সিং এবং লং টাইম স্যাম্পল প্রিজারভেশন সুবিধাসহ আধুনিক ল্যাবরেটরিটিতে পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থী ও গবেষকগণ গবেষণা কার্য সম্পাদন করতে পারবেন এবং এ উদ্দেশ্যে বিভিন্ন সময়ে দেশে বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে জনবল সক্ষমতাও তৈরি করা হবে।
লিখেছেন:
ডা. মারুফুর রহমান অপু