প্ল্যাটফর্ম নিউজ, ২৬ জুলাই, সোমবার, ২০২১
আসছে আগস্ট মাস বাঙালি জাতির জন্য একটি কলঙ্কিত অধ্যায় যে মাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কে তাঁর পরিবার সমেত হত্যা করা হয়। এই শোকের মাস সামনে রেখে মেডিসিন ক্লাব, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ইউনিট মাসব্যাপী নানা কর্মসূচী গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় সকল মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের উদ্দেশ্যে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে একটি রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে।
প্রতিযোগিতার শর্তাবলী:
১. রচনা সর্বোচ্চ ১০০০ শব্দের ভিতরে হতে হবে
২. রচনা A4 পেপারে লিখতে হবে
৩. রচনা পাঠানোর সময় অবশ্যই উল্লেখ করতে হবে
-শিক্ষার্থীর নাম
-ব্যাচ
-সেশন
-মেডিকেল/ ডেন্টাল কলেজের নাম
-মোবাইল নাম্বার
৪. রচনা পাঠানোর ঠিকানা – [email protected]
৫. রচনা ১-১০ আগস্টের মধ্যে পাঠাতে হবে
৬. একজন একবারই রচনা পাঠাতে পারবেন
৮. অভিজ্ঞ বিচারক মণ্ডলীর মাধ্যমে ১ম, ২য় এবং ৩য় স্থান নির্ধারণ করা হবে
৯. প্রতিযোগিকে অবশ্যই সরকারি/বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের শিক্ষার্থী হতে হবে
পুরষ্কারসমূহ:
১. ক্রেস্ট
২. মুক্তিযুদ্ধ বিষয়ক বই
৩. সার্টিফিকেট
৪. মেডিসিন ক্লাব মেগাজিনে বিজয়ীর রচনা প্রকাশ