প্ল্যাটফর্ম নিউজ,
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
আজ (২৮ এপ্রিল) সকালে বরিশালের মমতা স্পেশালাইজড হসপিটাল এর লিফটের নিচ থেকে একজন চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত চিকিৎসক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের বার্ণ ও প্লাস্টিক সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. একে আজাদ সজল।
বিভিন্ন সূত্র হতে জানা যায়, ডা. আজাদ গতকাল সন্ধ্যা হতেই নিখোঁজ ছিলেন। সন্ধ্যায় ইফতারের সময় বাসায় না গেলে এবং ফোনে তাকে না পাওয়ায় তার স্ত্রী মমতা হাসপাতালে ফোন দিলে কর্তৃপক্ষ খোঁজ নেয়া শুরু করে এবং পুলিশকে জানায়। হাসপাতালটির পরিচালক ডা. মানিক পুলিশকে বিষয়টি অবহিত করলে তারা বিভিন্ন জায়গায় তন্নতন্ন করে তাকে খুঁজতে থাকে। যার পরিপ্রেক্ষীতে শেষ পর্যন্ত আজ তাকে হাসপাতালটির লিফটের নিচ হতে উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই জানায়নি এখনো পুলিস। ধারনা করা হচ্ছে, লিফটের গোলযোগের কারণে লিফট আসার আগেই দরজা খুলে যাবার কারণে হয়তোবা এই মর্মান্তিক দুর্ঘটনায় তিনি পতিত হয়েছেন। তবে পোস্টমর্টেম করলেই মৃত্যুর কারণ সঠিকভাবে জানা যাবে। উনার এই মর্মান্তিক মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার শোকাহত এবং মৃতের আত্মার মাগফিরাত কামনা করছে। তার এই অনাকাঙ্খিত মৃত্যু চিকিৎসক সমাজের জন্যে একটি বিশাল শোক হয়ে দাঁড়িয়েছে।