৭ই ফেব্রুয়ারি, শুক্রবার,২০২০
গত ৫ ফেব্রুয়ারি ছিলো ‘সন্ধানী’র প্রতিষ্ঠা বার্ষিকী দিবস।১৯৭৭ সালের ৫ ই ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় মেডিক্যাল ও ডেন্টাল ছাত্র-ছাত্রীদের স্বেচ্ছাসেবী এই সংগঠন।
সন্ধানী’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন মেডিকেল কলেজ তাদের নিজস্ব কর্মসূচী পালন করে। তারই অংশ হিসেবে রংপুর মেডিকেল কলেজে কলেজ প্রাঙ্গণে সুদীর্ঘ র্যালী দিয়ে কর্মসূচীর সূচনা হয়।
র্যালিটি অধ্যক্ষের কার্যালয়ের সামন থেকে শুরু হয়ে কলেজ ক্যম্পাস প্রদক্ষিণ করে শহীদ রফিকুল ইসলাম মিলনায়তনের সামনে এসে শেষ হয়।
এরপর আজীবন সদস্য ও সম্মানীত সদস্যগণকে ক্রেস্ট প্রদান। বার্ষিক স্মরণিকা ‘পূর্বাশার-২০২০’ এর মোড়ক উন্মোচন করা হয়।এরপর কেক কেটে সন্ধানীর ৪৩ তম জন্মদিন পালন এবং আলোচনা সভা শুরু হয়।
আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ডা.একে এম নূরুন্নবী লাইজু।
আরোও বক্তব্য রাখেন
অধ্যাপক ডা.মোছা:কামরুন নাহার জুই, গাইনি এন্ড অবস বিভাগ,উপদেষ্টা ও আজীবন সদস্য সন্ধানী রমেক ইউনিট।
ডা.মঞ্জুরুল করিম প্রিন্স সহযোগী অধ্যাপক চর্ম ও যৌন বিভাগ, সভাপতি সন্ধানী রমেক(১৯৮৯-৯০) বর্তমান উপদেষ্টা সন্ধানী রমেক ইউনিট।
ডা.তাপস বোস,সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান রেসপিরেটরি মেডিসিন বিভাগ,রংপুর মেডিকেল কলেজ। উপদেষ্টা সন্ধানী রমেক ইউনিট।
ডা.নুরুল হাসান বাবু,সভাপতি সন্ধানী কেন্দ্রীয় পরিষদ(১৯৯৭-৯৮) সভাপতি, সন্ধানী রমেক ইউনিট (১৯৯৫-৯৬)
উপদেষ্টা সন্ধানী রমেক ইউনিট।
উপস্থিত ছিলেন সন্ধানীর সম্মানিত ও বিশেষ সদস্য অধ্যাপক ডা.আশরাফুল হক,মেডিসিন বিভাগ রমেক।
ডা.শাহ শাহজাদা পিন্টু।সহকারী অধ্যাপক সার্জারি বিভাগ ।সহকারী অধ্যাপক ডা.জোবাইদা জান্নাত।ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ।উপস্থিত ছিলেন আজীবন সদস্য জান্নাতুল আজমেরী।আরো উপস্থিত ছিলেন সন্ধানীর উপদেষ্টা ডা.মো.রাকিবুল ইসলাম।
উপদেষ্টা ডা.মাসুমা আক্তার,উপদেষ্টা এম এম প্রতীক হোসেন,কেন্দ্রীয় প্রতিনিধি মো.আতিকুর রহমান।
সবশেষে সন্ধানী রংপুর মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি মো:হারুন-অর-রশিদ বক্তব্য প্রদানের মাধ্যমে আলোচনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে সন্ধানীকে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানায় মেডিসিন ক্লাব ইউনিট রংপুর মেডিকেল কলেজ।
স্টাফ রিপোর্টার
ওয়াসিফ হোসেন