২১ মার্চ ২০২০: বাংলাদেশে অবস্থিত চাইনিজ দূতাবাস, জ্যাক মা ফাউন্ডেশন এবং আলিবাবা ফাউন্ডেশন এর সহায়তায় বাংলাদেশকে করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় ৩০ হাজার টেস্ট রিএজেন্ট, ৩০ হাজার এন৯৫ মাস্ক ও ২ লাখ ৭০ হাজার সার্জিক্যাল মাস্ক ডোনেট করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরে করোনাভাইরাস মোকাবেলায় লজিস্টিক্স সাপ্লাই বিষয়ে আমদানীকারক, ব্যবসা প্রতিষ্ঠান, উৎপাদনকারী, বিতরনকারী ও দাতা সংস্থাদের সমন্বিত আলোচনা সভায় এ বিষয়ক প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়। কাচামাল আমদানীর জন্য প্রস্তুত করা হচ্ছে বাংলাদেশ বিমানের বিশেষ কার্গো বিমান।
You May Like
-
5 years ago
শেবাচিমে কিডনি ডায়ালাইসিস সেন্টারের শুভ উদ্বোধন
-
5 years ago
করোনা সংকটঃ অনিশ্চয়তায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ