প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন দল সফলতার সাথে দেশের প্রথম কোভিড-১৯ আক্রান্ত দুই জন গর্ভবতী মহিলার সিজারিয়ান সেকশন সম্পন্ন করেছেন। উক্ত দলের সদস্যদের সকলেই ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ থেকে পাশ করা গর্বিত চিকিৎসক।
সেই দলের নেতৃত্ব দিয়েছেন রামেক ৩১তম ব্যাচের সহকারী অধ্যাপক ডা. খন্দকার রোকসানা মমতাজ সুমনা। তার নেতৃত্বে আবাসিক সার্জন ডা. আমিতুন নেসা শিখা (রামেক ৩৮ তম ব্যাচ) এবং এনেস্থিসিয়লজিস্ট ডা. মফিজুর রহমান সবুজ (রামেক ৩৮ তম ব্যাচ) জীবনের মায়া ত্যাগ করে সাহসী এই অস্ত্রোপচারটি সফলতার সহিত সম্পন্ন করেন।
বর্তমানে মা এবং নবজাতক দুজনেই সুস্থ আছেন।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. সিরাজী শফিকুল ইসলাম আজ ২৮ এপ্রিল বিকাল ৪ ঘটিকার সময় তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে খবরটি নিশ্চিত করেন।
করোনা যুদ্ধের সাহসী যোদ্ধাদের এই অসাধারণ অবদান যেন তেন কোনো গল্প নয়, এই যেন সত্যগাঁথা! এ সাহসী মানুষগুলো আছেন বলেই তো এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
নিজস্ব প্রতিবেদক/ আশরাফুর রহমান মেহেদী