শুক্রবার, ০৭ মার্চ, ২০২৫
‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ স্টাডি ২০২১’ শীর্ষক সমীক্ষার তথ্যের ভিত্তিতে বাংলাদেশে আত্মহত্যার বর্তমান পরিস্থিতি, বয়সভিত্তিক প্রবণতা, কারণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে বিশদ আলোচনা করে প্রতিবেদন প্রকাশ করেছে বিজ্ঞান সাময়িকী ল্যানসেট।
ল্যানসেটের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম আত্মহত্যাপ্রবণ দেশ। ২০২১ সালে দক্ষিণ এশিয়ায় আত্মহত্যার হার প্রতি লাখে ১১ দশমিক ৪ জন, যা বৈশ্বিক গড় (৯.০)–এর চেয়ে বেশি। নারীদের মধ্যে আত্মহত্যার হার (৮.৭) পুরুষদের তুলনায় কম হলেও এটি অত্যন্ত উদ্বেগজনক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্বব্যাপী ১৯৯০–২০২১ সালের মধ্যে আত্মহত্যার হার কমলেও বাংলাদেশে এটি এখনো গুরুতর সমস্যা রয়ে গেছে।
বয়সভিত্তিক আত্মহত্যার প্রবণতায় দেখা গেছে,
১০-২৯ বছর বয়সী নারীদের মধ্যে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ আত্মহত্যার হার বাংলাদেশে।
৩০-৪৯ বছর বয়সী নারীদের আত্মহত্যার হারও আশঙ্কাজনকভাবে বেশি ।
বয়স্কদের (৭০ বছরের বেশি) মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি বাংলাদেশে।
এর অর্থ হলো, তরুণ ও মধ্যবয়সীদের পাশাপাশি প্রবীণদের মাঝেও মানসিক স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা রয়েছে।
আত্মহত্যার বৈশ্বিক চিত্র:
বিশ্বব্যাপী ২০২১ সালে আত্মহত্যার কারণে ৭ লাখ ৪৬ হাজার মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে পুরুষ ৫ লাখ ১৯ হাজার এবং নারী ২ লাখ ২৭ হাজার। সময়ের সঙ্গে আত্মহত্যা প্রবণতা কমেছে। ১৯৯০ সালে প্রতি ১ লাখে আত্মহত্যার হার ছিল ১৪ দশমিক ৯ জন, যা ২০২১ সালে কমে দাঁড়িয়েছে প্রতি লাখে ৯ জন।
অঞ্চলভেদে আত্মহত্যার সর্বোচ্চ মৃত্যুহার রেকর্ড করা হয়েছে:
পূর্ব ইউরোপে— প্রতি লাখে ১৯ দশমিক ২
দক্ষিণ সাব-সাহারান আফ্রিকায় — প্রতি লাখে ১৬ দশমিক ১
কেন্দ্রীয় সাব-সাহারান আফ্রিকায়— প্রতি লাখে ১৪ দশমিক ৪
এ ছাড়া গবেষণা চলাকালীন (১৯৯০–২০২১) আত্মহত্যায় মৃত্যুর গড় বয়স ক্রমশ বেড়েছে:
পুরুষদের ক্ষেত্রে , ১৯৯০ সালে আত্মহত্যার সময়কার গড় বয়স ছিল ৪৩ বছর (৩৮.০–৪৫.৮), যা ২০২১ সালে বেড়ে দাঁড়িয়েছে ৪৭ বছর (৪৩.৫–৫০.৬)।
নারীদের ক্ষেত্রে , ১৯৯০ সালে গড় বয়স ছিল ৪১ দশমিক ৯ বছর (৩০.৯–৪৬.৭), যা ২০২১ সালে বেড়ে হয়েছে ৪৬ দশমিক ৯ বছর (৪১.২–৫২.৮)।
দেখা গেছে, আত্মহত্যা চেষ্টার হার নারীদের মধ্যে পুরুষদের তুলনায় বেশি। বন্দুক ব্যবহার করে আত্মহত্যার সংখ্যা পুরুষদের মধ্যে বেশি ছিল নারীদের তুলনায় , তবে এটি দেশ ও অঞ্চলের ওপর নির্ভর করে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে।
২০২১ সালে বন্দুক ব্যবহার করে আত্মহত্যার সর্বোচ্চ হার ছিল যেসব দেশে, তার মধ্যে রয়েছে— যুক্তরাষ্ট্র, উরুগুয়ে ও ভেনেজুয়েলা।
প্ল্যাটফর্ম/