২২ জানুয়ারি ২০২০
বিএমডিসি( বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল) অনুযায়ী বাংলাদেশে বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসাসেবা প্রদানের নীতিমালা নিম্নরূপ : –
১.যে ক্ষেত্রসমূহে বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ােগের জন্য অনুমতি/অনাপত্তি চাওয়া হইয়াছে সে বিষয়ে সে সকল
ক্ষেত্রে উক্ত চিকিৎসকদের এ দেশে চিকিৎসা ক্ষেত্রে মানােনয়নের যােগ্যতা কি না এ মর্মে মতামত চাহিয়া স্বাস্থ্য অধিদপ্তর হইতে বিএমএডিসিতে পত্র প্রেরণ করিতে হইবে।
২.যে পদে বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ােগ করা হইবে উক্ত পদে নিয়ােগের নিমিত্তে দুইটি জাতীয় দৈনিক পত্রিকায় (বাংলা ও ইংরেজী) চিকিৎসা নিয়ােগের বিজ্ঞপ্তি প্রচার করিতে হইবে। সিলেকশন বাের্ডে অবশ্যই বিএমএন্ডডিসি এর
মনােনীত একজন প্রতিনিধি থাকিতে হইবে। উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে সেই ক্ষেত্রে উক্ত হাসপাতালের গভর্ণিং বডির প্রত্যায়ণ পত্র দাখিল করিতে হইবে।
৩.বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসককে নিম্মরূপ যােগ্যতা সম্পন্ন হইতে হইবে ।
৩.(১) মূল ডিগ্রী (Basic Degree) হইবে MBBS/BDS অথবা সমমান ।
৩.(২) বাংলাদেশেক অথবা সিনিয়র কনসালট্যান্ট হিসাবে নিয়ােগপ্রাপ্ত হইতে পারেন এইরূপ স্নাতকোত্তর (Post Graduate) ডিগ্রী থাকিতে হইবে (ডিপ্লেমা ব্যতীত)।
৩.(৩)স্নাতকোত্তর ডিগ্রী (Post Graduate) (ডিপ্লোমা ব্যতীত) অর্জনের পর স্বীয়ক্ষেত্রে ন্যূনতম ৭ (সাত)
বছরে কাজের অভিজ্ঞতা থাকিতে হইবে এবং ন্যূনতম সহযোগী অধ্যাপক পদমর্যাদায় কর্মরত থাকিতে
হইবে এবং তিনি কি ধরনের কাজ করিতেছে এবং তাহার উপর কি দায়িত্ব আছে /ছিল এই মর্মে তিনি যেই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন সেই প্রতিষ্ঠানের প্রধান হইতে সাটিফিকেট সংগ্রহপূর্বক দাখিল করিবেন।
৩.(8) বিগত ০৫ (পাঁচ) বৎসরে Index Journal এ তাহার ০৪ (চার) টি Article থাকিতে হইবে। ইহার
মধ্যে ন্যূনতম ০১ (এক) টিতে First Author হিসাবে থাকিতে হইবে।৪.প্রার্থীর সদ্যতােলা পাসপাের্ট আকারে ২ (দুই) কপি রঙ্গিন ছবি, জীবনবৃত্তান্ত সকল অভিজ্ঞতা, শিক্ষাগত যােগ্যতা ও প্রশিক্ষনের সনদপত্র, নিজ দেশের হালনাগাদ রেজিষ্ট্রেশন সনদের অনুলিপি উক্ত দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও উক্ত দেশে অবহিত বাংলাদেশী দূতাবাস কর্তৃক সত্যায়িত হইতে হইবে।
৫. প্রার্থীর নিজ দেশের মেডিকেল/ডেন্টাল কাউন্সিল কর্তৃক ইস্যুকৃত সু-প্রতিষ্ঠা সার্টিফিকেট (Good Standing Certificate ) সংযুক্ত করিতে হইবে।
৬. নিয়ােগ প্রদানকারী বেসরকারী হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকগনের নিবন্ধনের জন্য বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের নির্ধারিত ছকে আবেদন করিবে।
৭. বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকের বিপরীতে একই অধিক্ষেত্রের অনুরূপ শিক্ষাগত যােগ্যতা সম্পন্ন ০২ (দুই) বছরের অভিজ্ঞতা সম্পন্ন ন্যুনতম ০২ (দুই) জন বাংলাদেশী পরামর্শক নিয়োগ দিতে হইবে এবং বিএমএন্ডডিসিতে তাহাদের
নিয়ােগপত্রের কপি জমা দিতে হইবে।
৮. নিয়োগকারী হাসপাতাল বিদেশী চিকিৎসকগনের কার্যক্রম ও দক্ষতার প্রতিবেদন লগবুকসহ নিবন্ধনের মেয়াদ পূর্তি ৭ দিনের মধ্যে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলে দাখিল করিবে ।
৯. বিদেশী চিকিৎসকদের বাংলাদেশে কাজ করার জন্য আবশ্যিকভাবে স্বাক্ষ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমতি
গ্রহন করিতে হইবে।
১০. যে সকল বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকগনকে কোন নিদিষ্ট হাসপাতালের জন্য Temporary Registration প্রদান করা হইবে তিনি বা তাঁহারা উক্ত হাসপাতাল ব্যাতিত অন্য কোথাও চিকিৎসা সেবায় নিয়োজিত হইতে পারিবেন না।
১১. অত্র কাউন্সিল হইতে অনুমোদন প্রাপ্ত বিদেশী চিকিৎসক্তদের ব্যাপারে উক্ত প্রতিষ্ঠান পত্রপত্রিকায়, ইলেকট্রনিক মিডিয়া এবং অন্য কোন মাধ্যমে বিজ্ঞাপন দিতে পারিবেন না।
১২. নিবন্ধনের জন্য বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের নির্ধারিত ফি জমা দিতে হইবে।
বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকগনের নিবন্ধন ফি –
৬ মাসের জন্য :
U$ 250 (Two Hundred fifty US Dollar)
৬ মাসের উর্ধ্বে এবং ১ বছরের বা তার কম সময়ের জন্য:
U$ 500 (Five Hundred US Dollar
১ বছরের উর্ধ্বে এবং ১.৫ বছরের বা তার কম সময়ের জন্য :
U$ 750 (Seven Hundred fifty US Dollar)
১.৫ বছরের উর্ধ্বে এবং ২ বছরের বা তার কম সময়ের জন্য :
U$ 1000 (One Thousand US Dollar)
২ বছরের উর্ধে এবং ২.৫ বছর বা তার কম সময়ের জন্য
U$ 1250 (One ‘Thousand Two Hundred fifty US Dollar)
২.৫ বছরের উর্ধ্বে এবং ৩ বছরের বা তার কম সময়ের জন্য
U$ 1500 (One Thousand Five Hundred US Dollar)নিজস্ব প্রতিবেদক/হৃদিতা রোশনী